বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ওপর নির্মিত ডকুমেন্টারি ‘শুধু গান গেয়ে পরিচয়’ প্রদর্শিত হয়।

এরপরে শিল্পীর একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় । তারপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ সমবেত নৃত্য ‘গীতিময় সেই দিন চিরদিন বুঝি আর এলো না’ পরিবেশন করেন।

শিল্পীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শিল্পীকে সম্মাননা প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরা, নকিব খান, পার্থ বড়ুয়া, খুরশীদ আলম, রফিকুল আলম ও আবিদা সুলতানা, সাবিনা ইয়াসমিনকে নিয়ে স্মৃতিচারণ করেন ।

অনুষ্ঠানে শিল্পী একে একে পরিবেশন করেন ‘শুধু গান গেয়ে পরিচয়’,‘জন্ম আমার ধন্য হলো’ প্রভৃতি তুমুল জনপ্রিয় গানগুলো। নন্দিত অভিনেতা আফজাল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।

সংগীতে অবদানের জন্য এর আগে ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার এবং ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নন্দিত এই শিল্পী। সাবিনা ইয়াসমিন এ পর্যন্ত ১৬ হাজারের মত গান রেকর্ড করেছেন। এর মধ্যে অধিকাংশই চলচ্চিত্রের গান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গান নিয়ে আরও পড়ুন

নিজের অফিসিয়াল ফেসবুক ও এক্স হ্যান্ডেলে সিনেমার টাইটেল ভিডিও শেয়ার করে শাহরুখ লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে আমার, দুনিয়া একটাই নাম দিয়েছে ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে

১ দিন আগে

সংবেদনশীলতা, বিশ্বাস, সততা এবং হাস্যরস তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন সঙ্গী চান, যিনি আন্তরিক এবং মিশুক স্বভাবের

২ দিন আগে

ঢালিউডের নায়িকা পরীমণি সবসময় জন্মদিন উৎসবের আয়োজন করেন। তবে এবারের জন্মদিনের জন্য ২৩ অক্টোবর তিনি ১০ দিনের মালয়েশিয়া সফরে যান এবং সেই মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন

২ দিন আগে

কিছুটা বিরতির পর রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমা নিয়ে ফিরলেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও

২ দিন আগে