বিনোদন ডেস্ক

যুক্তরাজ্যের একটি রেস্তোরাঁয় গান পরিবেশনের পর ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় বিতর্কিত পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলী খানের মাথায় ডিম ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ওই রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গায়ক। ঘটনাটি ঘটে গত ১৯ জুন।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ওইদিন যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নের ‘পারাঠা স্টপ’ নামের একটি পাকিস্তানি রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন চাহাত। তার পারফরমেন্স শেষে ভক্তরা ছবি তুলছিলেন। এমন সময়ে মুখোশধারী দুইজন তার মাথায় ডিম ফাটিয়ে দৌড়ে পালিয়ে যান। মুহূর্তের মধ্যেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন চাহাত ফাতেহ আলী খান।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, প্রথমদিকে চাহাত রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে ভিডিও ফুটেজ চাইলে তারা নাকি জানায়, কোনো ভিডিও নেই। কিন্তু বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হঠাৎ করেই রেস্তোরাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে সেই ভিডিও পোস্ট করা হয়, এবং হামলাকারীদের বিষয়ে জনসাধারণের কাছে তথ্য চাওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে চাহাত ভিডিওটির গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তোলেন রেস্তোরাঁর দুই মালিকের বিরুদ্ধে।
এদিকে এক ভিডিও বার্তায় চাহাত বলেন, আমাকে পারফর্ম করার জন্য ওই রেস্তোরাঁয় আমন্ত্রণ জানানো হয়েছিল। পারফরম্যান্স শেষে ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ প্রথমে সত্য লুকিয়েছিল। আমি আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছি।

যুক্তরাজ্যের একটি রেস্তোরাঁয় গান পরিবেশনের পর ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় বিতর্কিত পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলী খানের মাথায় ডিম ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ওই রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গায়ক। ঘটনাটি ঘটে গত ১৯ জুন।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ওইদিন যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নের ‘পারাঠা স্টপ’ নামের একটি পাকিস্তানি রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন চাহাত। তার পারফরমেন্স শেষে ভক্তরা ছবি তুলছিলেন। এমন সময়ে মুখোশধারী দুইজন তার মাথায় ডিম ফাটিয়ে দৌড়ে পালিয়ে যান। মুহূর্তের মধ্যেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন চাহাত ফাতেহ আলী খান।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, প্রথমদিকে চাহাত রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে ভিডিও ফুটেজ চাইলে তারা নাকি জানায়, কোনো ভিডিও নেই। কিন্তু বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হঠাৎ করেই রেস্তোরাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে সেই ভিডিও পোস্ট করা হয়, এবং হামলাকারীদের বিষয়ে জনসাধারণের কাছে তথ্য চাওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে চাহাত ভিডিওটির গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তোলেন রেস্তোরাঁর দুই মালিকের বিরুদ্ধে।
এদিকে এক ভিডিও বার্তায় চাহাত বলেন, আমাকে পারফর্ম করার জন্য ওই রেস্তোরাঁয় আমন্ত্রণ জানানো হয়েছিল। পারফরম্যান্স শেষে ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ প্রথমে সত্য লুকিয়েছিল। আমি আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছি।

নিজের অফিসিয়াল ফেসবুক ও এক্স হ্যান্ডেলে সিনেমার টাইটেল ভিডিও শেয়ার করে শাহরুখ লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে আমার, দুনিয়া একটাই নাম দিয়েছে ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে
১ দিন আগে
সংবেদনশীলতা, বিশ্বাস, সততা এবং হাস্যরস তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন সঙ্গী চান, যিনি আন্তরিক এবং মিশুক স্বভাবের
২ দিন আগে
ঢালিউডের নায়িকা পরীমণি সবসময় জন্মদিন উৎসবের আয়োজন করেন। তবে এবারের জন্মদিনের জন্য ২৩ অক্টোবর তিনি ১০ দিনের মালয়েশিয়া সফরে যান এবং সেই মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন
২ দিন আগে
কিছুটা বিরতির পর রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমা নিয়ে ফিরলেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও
২ দিন আগেনিজের অফিসিয়াল ফেসবুক ও এক্স হ্যান্ডেলে সিনেমার টাইটেল ভিডিও শেয়ার করে শাহরুখ লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে আমার, দুনিয়া একটাই নাম দিয়েছে ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে
সংবেদনশীলতা, বিশ্বাস, সততা এবং হাস্যরস তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন সঙ্গী চান, যিনি আন্তরিক এবং মিশুক স্বভাবের
ঢালিউডের নায়িকা পরীমণি সবসময় জন্মদিন উৎসবের আয়োজন করেন। তবে এবারের জন্মদিনের জন্য ২৩ অক্টোবর তিনি ১০ দিনের মালয়েশিয়া সফরে যান এবং সেই মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন
কিছুটা বিরতির পর রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমা নিয়ে ফিরলেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও