অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
গুলশান আরা আহমেদ । ছবি: সংগৃহীত

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে মৃত্যুর খবরটি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গণমাধ্যমকে অভিনেত্রীর মেয়ে জাকিয়া রেজওয়ানা জানান, সকাল পৌনে সাতটায় অভিনেত্রী মারা যান। মৃত্যু কালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা অমি লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।’

অমি আরও লিখেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’

জানা যায়, এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। পরে এই অভিনেত্রীকে একটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।

গুলশান আরা আহমেদের ফেসবুক আইডিতে তার মেয়ে লিখেন, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’ পরে শোনা যায় মৃত্যুর খবর, অর্থাৎ লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি তাকে। ভোরে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বাদ আসর জানাজা শেষে মায়ের কবরের পাশে গুলশান আরা আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর মেয়ে।

উল্লেখ্য, ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছা ছিল নিজেকে একজন বড় পর্দার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।

গুলশান আরা ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘সিটি লাইফ’সহ অসংখ্য নাটক ও ধারাবাহিকে দেখা গেছে তাকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

টেলিভিশন নিয়ে আরও পড়ুন

চার দিনের সফরে কক্সবাজারে যান সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফুড পয়জনিংয়ের কারণে তাঁর ডিহাইড্রেশন থেকে শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার পরে বিমানবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে চিকিৎসার জন্য ঢাকায় ফিরে আসেন

১৫ ঘণ্টা আগে

এটাই প্রথম নয়—২৫ বছর বয়সী আলিজে শাহকে ঘিরে আগে থেকেও বিতর্ক রয়েছে। সাহসী পোশাক–বাছাই ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন

২ দিন আগে

ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের নিয়ে শুটিং শুরু হলেও প্রভাস যোগ দেবেন ২০২৬ সালের জানুয়ারিতে, তার হাতে থাকা ‘দ্য রাজা সাব’ ও ‘ফৌজি’-এর কাজ শেষ করার পর। নারী প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ত্রিপ্তি দিমরি

২ দিন আগে

২০১৫ সালের অক্টোবর মাসে শুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রীর সিনেমা 'ধূমকেতু'র। এরপরই সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার মাঝে কেটে গেছে প্রায় ১০ বছর। সিনেমাটি মুক্তি পায়নি। তবে তাতে এ সিনেমা নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। এবার অপেক্ষার পালা শেষ— আজ বহু বছর পর দেব-শুভশ্রী

৪ দিন আগে