নতুন জীবনের পথে লাক্স তারকা শানু

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
মাহবুব জামিল পুলক ও শানারেই দেবী। ছবি: ফেসবুক থেকে

লাক্স তারকা, অভিনেত্রী, লেখক শানারেই দেবী শানু বিয়ে করেছেন। পাত্র মাহবুব জামিল পুলক। পেশায় প্রকৌশলী।

জানা গেছে, তারা বিয়ে করেছেন গত বছরের ১৪ ফেব্রুয়ারি। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি। তাদের পরিচয় লেখালেখির সূত্র ধরে, প্রকাশনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’র মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর ভালোবাসা ও বিয়ে।

শানু বলেন, ‘গত বছরে আমরা বিয়ে করেছি। এরপর ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তাই এতদিন বিষয়টি আমি জানাইনি। আমার কাছের কিছু মানুষজন এটি জানেন। এখনও আমরা অস্থির সময়ের মধ্যে আছি। সংবাদমাধ্যমে অফিসিয়ালি জানাইনি। বইমেলায় একসঙ্গে উপস্থিত হওয়ায় আরও অনেকেই জেনেছেন।’

তিনি যোগ করে আরও বলেন, ‘আমি মণিপুরি সম্প্রদায় থেকে উঠে এসেছি। আমাদের সংস্কৃতি যেমন অনেক সম্মানের, তেমনি সেনসিটিভও। তাই ব্যক্তিগত বিষয়গুলো ভেবেচিন্তে প্রকাশ করি।’

মাহবুব জামিলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে শানু বলেন, ‘উনি মূলত কবি। লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। আমরা দুজনই শব্দের মানুষ। আমাদের ভাবনাটা মিলে যায়। আজব কারখানায় এসেই আমাদের দুজনের পরিচয়।’

মাহবুব জামিল পুলক সম্পর্কে জানা যায়, ঢাকার ছেলে মাহবুব জামিল পুলক লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৯ সালে, তাঁর প্রকাশিত প্রথম প্রকাশনা ‘জলপরীর নিঃশ্বাস’ বইটির মাধ্যমে। পেশায় ইঞ্জিনিয়ার হলেও লেখার অভ্যাসটা অনেক দিনের। কবিতায় প্রেমের পাশাপাশি সামাজিক নানা ঘটনা উঠে এসেছে।

প্রসঙ্গত, শানারেই দেবী শানু ২০০৯ সালে প্রথম বিয়ে করেছিলেন জেভিয়ার শান্তনু বিশ্বাসকে। অভিনেত্রী জানান, দুই পরিবারের মধ্যস্থতায় সে সম্পর্ক অনেকদিন আগেই ইতি টেনেছেন তাঁরা।

এদিকে, এবারের বইমেলায় এসেছে শানুর বই ‘বাঘ মানুষ’। এটা মণিপুরি মিথলজিকে ভিত্তি করে লেখা হয়েছে। শানু জানান, যাদের মিথলজির প্রতি আগ্রহ আছে তাঁরাই এটি সংগ্রহ করছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

টেলিভিশন নিয়ে আরও পড়ুন

হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমনি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টের শেষে পরীমনি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে

৫ ঘণ্টা আগে

চার দিনের সফরে কক্সবাজারে যান সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফুড পয়জনিংয়ের কারণে তাঁর ডিহাইড্রেশন থেকে শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার পরে বিমানবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে চিকিৎসার জন্য ঢাকায় ফিরে আসেন

১ দিন আগে

এটাই প্রথম নয়—২৫ বছর বয়সী আলিজে শাহকে ঘিরে আগে থেকেও বিতর্ক রয়েছে। সাহসী পোশাক–বাছাই ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন

২ দিন আগে

ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের নিয়ে শুটিং শুরু হলেও প্রভাস যোগ দেবেন ২০২৬ সালের জানুয়ারিতে, তার হাতে থাকা ‘দ্য রাজা সাব’ ও ‘ফৌজি’-এর কাজ শেষ করার পর। নারী প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ত্রিপ্তি দিমরি

২ দিন আগে