মুক্তি পাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘ধূমকেতু’

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: ফাইল

অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি জুটির রুপালি পর্দায় রসায়ন শুরু হয়েছিল ২০০৯ সাল ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে । এরপর তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো অসংখ্য সুপারহিট সিনেমা।

তবে একটা সময় এ তারকা জুটির রসায়ন বিচ্ছেদে রূপ নেয়। অভিমানে দুজন দুদিকে গা ভাসিয়ে দেন। এরপরই আটকা পড়ে তাদের শেষ সিনেমা 'ধূমকেতু'। দীর্ঘ বিরতির পর আবার সেই সিনেমা মুক্তি পাচ্ছে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট)। আর সেই সিনেমা পর্দায় আসার আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে হুমড়ি খেয়ে পড়েন সিনেমাপ্রেমী দর্শকরা।

এর আগে ২০১৫ সালের অক্টোবর মাসে শুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রীর সিনেমা 'ধূমকেতু'র। এরপরই সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতার মাঝে কেটে গেছে প্রায় ১০ বছর। সিনেমাটি মুক্তি পায়নি। তবে তাতে এ সিনেমা নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। এবার অপেক্ষার পালা শেষ— আজ বহু বছর পর দেব-শুভশ্রীকে আবার জুটিতে দেখতে পাবেন দর্শকরা।

এর মধ্যে 'ধূমকেতু' সিনেমা মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে যান দেব ও শুভশ্রী গাঙ্গুলি। গতকাল বুধবার (১৩ আগস্ট) সকাল থেকেই শোনা যাচ্ছিল এ তারকা জুটি বড়মার মন্দিরে যাবেন। তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন।

সব আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে বড়মার মন্দিরে একসঙ্গে ধরা দেন দেব-শুভশ্রী। পাশাপাশি আসনে বসে মায়ের পূজাও দেন। এ সময় তাদের পরনে ছিল লাল পাঞ্জাবি আর লাল শাড়ি। লালের রংমিলান্তিতে ধরা দিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা জুটি।

এ সময় তাদের সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।

সিনেমাপ্রেমী দর্শকদের আরও বড় চমকে দেয় এ তারকা জুটি। ভিড়ের মধ্য দিয়ে যত্ন করে শুভশ্রীকে আগলে ধরেন দেব, এমনকি অভিনেত্রীর হাত ধরে তাকে গাড়িতে তুলেও দেন তিনি। এরপর সেই একই গাড়িতে উঠে পড়েন অভিনেতা নিজেও।

ব্যক্তিজীবনে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সুখেই আছেন। তাদের ঘরে ইউভান ও ইয়ালিনি নামে দুটি সন্তান। দেবও অভিনেত্রী রুকমিনির সাথে সম্পর্কে আছেন।

এরপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব-শুভশ্রী জুটিতে একসাথে দেখে মুগ্ধ তাদের ভক্ত-অনুরাগেরা

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

টালিউড নিয়ে আরও পড়ুন

বাংলাদেশি প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছেন, ২ লাখ ৮১ হাজারের বেশি ভোট পেয়েছেন এবং প্রথম স্থানে থাকা ইন্দোনেশিয়ার আহতিসা মানালোর সঙ্গে প্রতিযোগিতা করছেন। মিথিলা তার দেশবাসীর কাছে ভোটের আহ্বান জানিয়েছেন

৭ দিন আগে

চকচকে গ্ল্যামার ও আলো–ঝলমলে আয়োজনের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অন্ধকার বাস্তবতা। শিল্পীজীবনের শুরুতে অনেকেই নানা অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। এবার সেই তালিকায় নাম যোগ করেছেন অভিনেত্রী মৌনী রায়

১১ দিন আগে

ক’দিন আগে গান ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তাহসান খান। কেউ বলেন, ধর্মীয় অনুপ্রেরণায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবার অনেকে দাবি করেন, তিনি নাকি ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশেষে এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তাহসান

১২ দিন আগে

তানজিন তিশা তার ফেসবুক পেজে দাবি করেছিলেন যে একটি শাড়ি নারী উদ্যোক্তার উপহার। পরে ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তার পক্ষ থেকে তিশার বিরুদ্ধে প্রতারণা, মানহানি ও ছলচাতুরীর অভিযোগ এনে এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবিতে আইনি নোটিশ পাঠান

১৫ দিন আগে