এখনো বলিউডে কাজ করতে চাই: কোয়েল

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ১২
Thumbnail image

কোয়েল মল্লিক, টালিউডের জনপ্রিয় অভিনেত্রী, তার অভিনয় জীবনে কিছু নীতির প্রতি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, যা তাকে বলিউডে সুযোগ এলেও ফিরিয়ে দিতে বাধ্য করেছে।

২০০৬ সালে বলিউডের 'গ্যাংস্টার' ছবির জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে ইমরান হাসমির বিপরীতে অভিনয়ের সুযোগ ছিল। কিন্তু ছবির স্ক্রিপ্টে ঘনিষ্ঠ দৃশ্য থাকায় কোয়েল সেই প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ তিনি এমন দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না।

এই সিদ্ধান্তের ফলে 'গ্যাংস্টার' ছবিটি কঙ্গনা রানাওয়াতের হাতে চলে যায়, যিনি এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন এবং সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন।

কোয়েলের এই নীতির প্রতি অনড়তা তাকে টালিউডে একটি নির্দিষ্ট অবস্থানে প্রতিষ্ঠিত করেছে, যেখানে তিনি তার অভিনয় ও ব্যক্তিত্বের জন্য শ্রদ্ধা অর্জন করেছেন। বর্তমানে তিনি 'সোনার কেল্লা যকের ধন' ছবির মাধ্যমে টালিউডে কামব্যাক করছেন, যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

সুতরাং, কোয়েল মল্লিকের বলিউডে অনুপস্থিতির কারণ তার নিজস্ব নীতির প্রতি শ্রদ্ধা ও পেশাগত সততা, যা তাকে তার অভিনয় জীবনে একটি আলাদা পরিচিতি দিয়েছে।

ছবিতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবো এ রকম কোনো ব্যাপার নেই। চিত্রনাট্য, চরিত্র পছন্দ হলে সবার সঙ্গেই কাজ করবো। এ সময়ে বলিউডে কাজ করা নিয়েও কথা বলেন তিনি।

কোয়েল বলেন, বলিউডের প্রস্তাব একাধিকবার এসেছে। তবে, ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। কারণ এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরেও আমি অতি খোলামেলা পোশাকে অভ্যস্ত নই। মূলত এই কারণে বলিউডে কাজ করা হয়নি। তবে, মনের মতো হলে অবশ্যই এখনো বলিউডে কাজ করতে চাই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

টালিউড নিয়ে আরও পড়ুন

হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমনি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টের শেষে পরীমনি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে

৫ ঘণ্টা আগে

চার দিনের সফরে কক্সবাজারে যান সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফুড পয়জনিংয়ের কারণে তাঁর ডিহাইড্রেশন থেকে শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার পরে বিমানবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে চিকিৎসার জন্য ঢাকায় ফিরে আসেন

১ দিন আগে

এটাই প্রথম নয়—২৫ বছর বয়সী আলিজে শাহকে ঘিরে আগে থেকেও বিতর্ক রয়েছে। সাহসী পোশাক–বাছাই ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন

২ দিন আগে

ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের নিয়ে শুটিং শুরু হলেও প্রভাস যোগ দেবেন ২০২৬ সালের জানুয়ারিতে, তার হাতে থাকা ‘দ্য রাজা সাব’ ও ‘ফৌজি’-এর কাজ শেষ করার পর। নারী প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ত্রিপ্তি দিমরি

২ দিন আগে