ব্যক্তিগত মু'হূর্তের ভিডিও ফাঁ'স হওয়ায় বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

নতুন করে বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানি মডেল–অভিনেত্রী আলিজে শাহ। মূলত, ব্যক্তিগত মুহূর্তের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে এই বিতর্কের সৃষ্টি ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়—শুয়ে থাকা আলিজের কাঁধের ওপর রাখা খাবারের ছোট একটি অংশ কাঁটা–চামচে তুলে রহস্যময় এক ব্যক্তি তাকে খাওয়াতে যাচ্ছেন; মুহূর্তেই হাসিতে ফেটে পড়েন আলিজে। কে সেই ব্যক্তি—এ নিয়ে জোর গুঞ্জন চলছে, যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়া তীব্র ও দ্বিমুখী। একদল বলছেন, ‘আলোচনায় থাকার জন্য আলিজের এটি নতুন কৌশল হতে পারে।’ অন্যরা ক্লিপটিকে ‘অশোভন’ ও ‘নোংরা’ আখ্যা দিয়ে সমালোচনা করছেন। আবার অনেকের দাবি, ভিডিওতে দেখা রহস্যময় ব্যক্তি নাকি আলিজের প্রেমিক—তবে এ দাবি যাচাইযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি।

নাটক ‘এদ-এ-ওয়াফা’-তে ‘দুয়া’ চরিত্রে অভিনয় করে যে নিষ্পাপ ইমেজে দর্শকের হৃদয় জিতেছিলেন, সেই আলিজেকে ভিন্ন এক প্রেক্ষাপটে দেখে অবাক হয়েছেন তারই বহু অনুরাগী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের একাংশ হতবাক ও হতাশা প্রকাশ করলেও, আরেক পক্ষ এই বিতর্ককে ‘ব্যক্তিগত পছন্দ’ ও ‘প্রাইভেসির অধিকার’-এর আলোকে দেখার আহ্বান জানাচ্ছে।

এটাই প্রথম নয়—২৫ বছর বয়সী আলিজে শাহকে ঘিরে আগে থেকেও বিতর্ক রয়েছে। সাহসী পোশাক–বাছাই ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের কারণে তিনি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছেন।

২০১৬ সালে ‘ছোটি সি জিন্দেগি’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে টিভিতে পা রাখেন আলিজে। ২০১৮ সাল পর্যন্ত আরও ৬টি ধারাবাহিকে সহ–চরিত্রে অভিনয়ের পর ‘হুর পরি’–তে প্রথমবারের মতো নেন কেন্দ্রীয় চরিত্রের দায়িত্ব। এরপর ধারাবাহিক সাফল্যে টিভিতে জায়গা পাকাপোক্ত করার পাশাপাশি ২০১৯ সালে ‘সুপারস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতেও হাজির হয়েছেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব চলচ্চিত্র নিয়ে আরও পড়ুন

বাংলাদেশি প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছেন, ২ লাখ ৮১ হাজারের বেশি ভোট পেয়েছেন এবং প্রথম স্থানে থাকা ইন্দোনেশিয়ার আহতিসা মানালোর সঙ্গে প্রতিযোগিতা করছেন। মিথিলা তার দেশবাসীর কাছে ভোটের আহ্বান জানিয়েছেন

৭ দিন আগে

চকচকে গ্ল্যামার ও আলো–ঝলমলে আয়োজনের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অন্ধকার বাস্তবতা। শিল্পীজীবনের শুরুতে অনেকেই নানা অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। এবার সেই তালিকায় নাম যোগ করেছেন অভিনেত্রী মৌনী রায়

১১ দিন আগে

ক’দিন আগে গান ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তাহসান খান। কেউ বলেন, ধর্মীয় অনুপ্রেরণায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবার অনেকে দাবি করেন, তিনি নাকি ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশেষে এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তাহসান

১২ দিন আগে

তানজিন তিশা তার ফেসবুক পেজে দাবি করেছিলেন যে একটি শাড়ি নারী উদ্যোক্তার উপহার। পরে ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তার পক্ষ থেকে তিশার বিরুদ্ধে প্রতারণা, মানহানি ও ছলচাতুরীর অভিযোগ এনে এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবিতে আইনি নোটিশ পাঠান

১৫ দিন আগে