নিষিদ্ধ ইরানি নির্মাতা হলেন এশিয়ার সবার সেরা

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ইরানি নির্মাতা জাফর পানাহি এবার দক্ষিণ কোরিয়ার ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরার স্বীকৃতি পেয়েছেন। তিনি ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন। এই সম্মাননা তাকে এনে দিল এশীয় চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং স্বাধীন কণ্ঠ হিসেবে তার নির্বিচার লড়াইয়ের স্বীকৃতি।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ ছবির জন্য পানাহি জয় করেন সর্বোচ্চ পুরস্কার পাল্ম দ’অর। এটি তাকে প্রথম এশীয় নির্মাতা হিসেবে কান, ভেনিস ও বার্লিন- এই তিনটি প্রধান ইউরোপীয় উৎসবের সর্বোচ্চ সম্মানজয়ী হিসেবে ইতিহাসে স্থাপন করেছে।

এর আগে ২০০২ সালে তিনি ‘দ্য সার্কেল’ ছবির জন্য ভেনিসের গোল্ডেন লায়ন এবং ২০১৫ সালে ‘ট্যাক্সি’ ছবির জন্য বার্লিন উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার জিতেছিলেন।

তার এই অর্জনের পেছনের সবচেয়ে বিস্ময়কর দিক হলো, ইরানে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার মাঝেও তিনি গোপনে চলচ্চিত্র নির্মাণ চালিয়ে গেছেন। ৬৫ বছর বয়সী এই পরিচালক চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা, বহুবার গ্রেফতার, বিচারবিহীন আটক, এমনকি ভ্রমণে নিষেধাজ্ঞার মুখেও থেমে যাননি। বরং সাহসের সঙ্গে তাঁর চলচ্চিত্র পৌঁছে দিয়েছেন আন্তর্জাতিক উৎসবমঞ্চে।

পুরস্কার গ্রহণ করে পানাহি বলেন, ‘এই স্বীকৃতি মনে করিয়ে দেয় সিনেমা এখনও ভাষা, সীমান্ত আর নিপীড়নের ঊর্ধ্বে গিয়ে আমাদের এক করতে পারে। আমি এই পুরস্কার শুধু আমার জন্য নয়, তাদের জন্য গ্রহণ করছি যারা নীরবে, নির্বাসনে বা চাপে থেকেও সৃষ্টির পথ ছাড়েননি।’

১৯৯৫ সালে ‘হোয়াইট বেলুন’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করা পানাহি ওই ছবির জন্য কান উৎসবে ক্যামেরা দ’অর পুরস্কার জিতেছিলেন। তারপর থেকে তিনি একের পর এক সাহসী সিনেমার মাধ্যমে ইরানি সমাজে ব্যক্তি স্বাধীনতা, প্রতিবাদ, ও প্রান্তিক মানুষের কণ্ঠ তুলে ধরেছেন।

তার অন্যান্য উল্লেখযোগ্য সম্মাননার মধ্যে রয়েছে লোকার্নো উৎসবে ‘দ্য মিরর’ ছবির জন্য গোল্ডেন লেপার্ড (১৯৯৭) এবং কান উৎসবে ‘থ্রি ফেসেস’ ছবির জন্য চিত্রনাট্য পুরস্কার (২০১৮)।

বাসান চলচ্চিত্র উৎসবের এই পুরস্কারটি প্রতিবছর তাঁদের দেওয়া হয়, যারা এশিয়ার চলচ্চিত্র ও সংস্কৃতির বিকাশে অনন্য ভূমিকা রাখেন। জাফর পানাহি আগামী ১৭ সেপ্টেম্বর বাসান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করবেন।

উল্লেখ্য, ৩০তম বাসান চলচ্চিত্র উৎসব চলবে ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। সেখানে এশিয়ান কনটেন্টস অ্যান্ড ফিল্ম মার্কেট অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৩ সেপ্টেম্বর। এতে এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে ৩০টি সিনেমা। যার মধ্যে বাংলাদেশের সিনেমা রয়েছে ২টি। তালিকায় আছে বিপ্লব সরকারের ‘দ্য ম্যাজিকাল মেন’ ও মির্জা শবনম ফেরদৌসির ‘দ্য সাইলেন্স অব দ্য লুমস’। দ্য ম্যাজিকাল মেনের প্রযোজক হিসেবে বিপ্লব সরকারসহ যুক্ত আছেন চার দেশের চারজন প্রযোজক। আর দ্য সাইলেন্স অব দ্য লুমস সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের প্রযোজক রাজিব মহাজন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব চলচ্চিত্র নিয়ে আরও পড়ুন

জুবিনের মৃত্যু নিয়ে পুলিশি তদন্ত এখনও চলছে। তাই তার অনুরাগীদের এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত কোনো ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার পরামর্শ দিয়েছে তারা

১ দিন আগে

‘ভাবুন তো, যদি পুরুষদের সন্তান জন্ম দিতে হতো, তাহলে তারা সবাইকে পাগল করে দিত। এখন তাদের হাতে অনেক সময়, তাই যুদ্ধ করছে। যদি তাদের সন্তান জন্ম দিতে হতো, তাহলে হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধই থাকত না। কারণ ওরা তখন শুধু শিশুকে নিয়েই ব্যস্ত থাকত

৩ দিন আগে

চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কথা বলতে অসুবিধা হতো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছিল। গত ৯ এপ্রিল তাঁকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর মাথায় টিউমার ধরা পড়ে

৪ দিন আগে

শাহরুখ খান প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। এই অর্জনে শাহরুখ পেছনে ফেলেছেন টেলর সুইফ (১.৩ বিলিয়ন মার্কিন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন মার্কিন ডলার), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন মার্কিন ডলার) এবং সেলিনা গোমেজের (৭২০ মিলিয়ন মার্কিন ডলার) মতো তারকাদের

৪ দিন আগে