চাকরিপ্রত্যাশী শিক্ষকদের ওপর পুলিশের জলকামান টিয়ার শেল

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া বিক্ষোভরত প্রার্থীদের ছত্রভঙ্গ করতে আজ রোববারও জলকামান ব্যবহার করেছে পুলিশ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সচিবালয়মুখী পদযাত্রা টিয়ার শেল ছুড়ে আর জলকামান ব্যবহার করে ঠেকিয়ে দিয়েছে পুলিশ।

আজ রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত শাহবাগে জাদুঘরের সামনের সড়কে মহাসমাবেশ করার পর আন্দোলনকারীরা পদযাত্রা করে সচিবালয়ের দিকে রওনা হন। বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে তারা পুলিশের বাধার মুখে পড়েন।

নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা বলেন, ‘আমরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করি। এসময় পুলিশ নারী শিক্ষকদের ওপর জলকামান প্রয়োগ করে। কয়েক দফা ধাওয়া দিয়ে আমাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে।’

পুলিশের বাধার মুখে প্রার্থীরা শিক্ষা ভবনের সামনে সচিবালয়ে প্রবেশ সড়কের মুখে অবস্থান নেন। সেখানে তাদের দিকে টিয়ার শেল ছোড়া হয়।

পুলিশের রমনা জোনের উপ কমিশনার মাসুদ আলম বলেন, ‘প্রার্থীরা শাহবাগ থেকে যখন বের হয় তখন বলেছিলেন প্রেস ক্লাবে গিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। কিন্তু তা না করে তারা সচিবালের দিকে যাওয়ার চেষ্টা করলে আটকে দেওয়া হয়।’

মাসুদ আলদ আরও বলেন, ‘তারা বারবার কথা দিচ্ছেন শান্তিপূর্ণ আন্দোলন করবেন, কিন্তু তারা তা মানছেন না। আমরা নারী প্রার্থীদের শান্তিপূর্ণভাভে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

এর আগে সকাল থেকে জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। গত সপ্তাহে নারী প্রার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদ এবং ‘নিয়োগ নিশ্চিতের’ দাবিতে এই মহাসমাবেশ হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

নিয়োগ নিয়ে আরও পড়ুন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ওয়াশ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

০৫ এপ্রিল ২০২৫

সুলতান’স ডাইন সম্প্রতি ইনভেনটরি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।

০২ মার্চ ২০২৫

বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জেলা ভিত্তিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসিতে জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। আগামী ০৩ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।

২৭ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী দুঃশাসনে বিচারহীনতার ঘৃণ্য শিকার স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুঃশাসনে বিচারহীনতায় ক্ষতিগ্রস্ত হয়েছিলো তারা। ২৭তম বিসিএস ১ম ফলাফলে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছিল এই বঞ্চিতরা।

১৯ ফেব্রুয়ারি ২০২৫