মুকুলে ছেয়ে গেছে নওগাঁর আমের বাগান, ৩ হাজার কোটি টাকা বিক্রির আশা

প্রতিনিধি
নওগাঁ
Thumbnail image
ছবি: সংগৃহীত

নওগাঁয় এবার আগেই মুকুল আসতে শুরু করেছে। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে প্রায় ৮০ শতাংশ গাছে মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা ভালো ফলনের আশা করছেন। তবে উৎপাদন ব্যয় বাড়ায় চাষিরা ঝুঁকির মধ্যে পড়ছেন। কৃষি বিভাগের আশা, এ বছর আমের বাম্পার ফলন হবে। ৩ হাজার ৫০০ কোটি টাকার আম বিক্রি হবে।

কৃষি অফিস সূত্র জানান, নওগাঁ গত কয়েক বছর ধরে আম উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে রয়েছে। সাপাহার ও পোরশা উপজেলায় আমবাগানের পরিধি প্রায় ২০ হাজার হেক্টর। পাশের পত্নীতলা, ধামইরহাট, নিয়ামতপুর ও মান্দা উপজেলায় আমবাগান আরও ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে ছড়িয়েছে। সব মিলিয়ে জেলায় এবার ৩০ হাজার ৫০০ হেক্টর জমিতে আম উৎপাদিত হবে।

এ অঞ্চলের মাটি বিশেষত্বের কারণে নওগাঁর আমের স্বাদ ও গন্ধ অতুলনীয়। এক ফসলি জমিতে আমবাগান করে কৃষকরা অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ পাচ্ছেন। এ কারণে আমবাগানের পরিধি বাড়ছে। আম উৎপাদনেও নওগাঁয়ের চাষিরা সফল। ইউরোপসহ বিভিন্ন দেশে গত কয়েক বছর ধরে আম রপ্তানি হচ্ছে।

নওগাঁয় আম্রপালি, বারি ফোর, গৌড়মতী ও নাগফজলি জাতের আম বেশি উৎপাদিত হয়। আম্রপালি এই জেলার সবচেয়ে জনপ্রিয় জাত। নাগফজলি এ অঞ্চলের নিজস্ব জাত। এটি বদলগাছী ও ধামইরহাট উপজেলায় বেশি উৎপাদিত হয়। গোপালভোগ, ক্ষিরসাপাত, ঝিনুক, হিমসাগর এসব গুটি জাতের আম বাজারে আগে আসে। পরে পাকে আম্রপালি, বারি ফোর, গৌড়মতী ও বানানা ম্যাঙ্গো। কয়েক বছর ধরে সূর্যডিমসহ নতুন জাতের আমও চাষ শুরু হয়েছে। কাটিমন জাতের আম সারা বছর পাওয়া যায়।

চলতি মৌসুমে গাছে মুকুল আসতে শুরু করেছে। গুটি ও নাবি জাতের গাছে মুকুল এসেছে। চাষিরা বাগান ও মুকুলের পরিচর্যা বাড়িয়ে দিয়েছেন।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মুকুল ফুটতে সঠিক সময় হয়েছে। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা চাষিদের সঙ্গে যোগাযোগ রেখে মুকুলের রক্ষণাবেক্ষণ বিষয়ে পরামর্শ দিচ্ছেন। তিনি আরও বলেন, ‘এই বছর বিদেশে আম রপ্তানির জন্য ৩০০ চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’ তিনি আশাবাদী, চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হবে। জেলা থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার আম বিক্রির আশা করা হ

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জীবনযাপন নিয়ে আরও পড়ুন

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন নিজাম উদ্দিন নামের একজন। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

৩ দিন আগে

ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি’র সতর্কতায় দেখা যাচ্ছে, শিশুদের টিকা প্রদানের হার বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ বড় অগ্রগতি অর্জন করলেও এখনও উল্লেখযোগ্য হারে পিছিয়ে রয়েছে। এদিকে ‘বিশ্ব টিকাদান সপ্তাহ- ২০২৫’ এর শুরুতেই এমন বার্তা অনেকটাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়

৫ দিন আগে

হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ পর্বত জয় করলেন বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টজয়ী পর্বতারোহী অন্নপূর্ণা–১ জয়ের কৃতীত্ব দেখালেন। আজ সোমবার সকালে তিনি পর্বতশৃঙ্গে পৌঁছান।

০৭ এপ্রিল ২০২৫

চলছে চৈত্র মাস। আর এই মাসে আবহাওয়াও থাকে বেশ উত্তপ্ত। দিনের বেলায় এসময় রোদের খরতাপে কোথাও দাঁড়ানো যেন মুশকিল হয়ে উঠেছে। কোনো ছায়ায় না দাঁড়ালে রোদের তাপে মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে।

০৭ এপ্রিল ২০২৫