নিখাদ খবর ডেস্ক
প্রচণ্ড গরমে পিপাসা মেটাতে শরবতের বিকল্প নেই। শরবতের নাম নিলেই ভালোবাসার উপলব্ধি হয়। ঘরে অতিথিকে বরণ করতে প্রথমেই শরবত দিয়ে আপ্যায়ন করে থাকি। শরীরের দুর্বলতা দূর করতেও শরবত চাই। তাই বলাই বাহুল্য, শরবত শুধু মন প্রাণ তাজাই করে না, ভালোবাসা প্রকাশও ঘটায়। তাই তো আজকের রেসিপির নাম 'মহব্বত কা শরবত'।
রমজানে বেশ জনপ্রিয় শরবতে মহব্বত। এটি আসলে এক ধরণের মিষ্টি ও সুস্বাদু গোলাপ-দুধের শরবত। এই পানীয়র সুনির্দিষ্ট কোনো ইতিহাস নেই বললেই চলে। তবে এটি উত্তর ভারতের দিল্লি ও লক্ষ্ণৌ অঞ্চলে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। ধারণা করা হয়, মুঘল আমল থেকে বিভিন্ন ধরণের শরবতের প্রচলন শুরু হয়, সেখান থেকেই এই শরবতের আবির্ভাব।
শরবতে মহব্বত সম্ভবত ২০শ শতকের মাঝামাঝি বা শেষের দিকে উত্তর ভারতে জনপ্রিয়তা পায়। তবে দিল্লির পুরান বাজার ও রাস্তার খাবারের দোকানগুলোতে এই শরবত বানাতে দেখা যায়। ধীরে ধীরে বাংলাদেশ ও পাকিস্তানেও এটি জনপ্রিয়তা পায়। এটি হয়ে ওঠে রমজানের ইফতারের বিশেষ পানীয়।
ইতিহাস মতে, মুঘল আমলে দুধ, গোলাপ জল, রুহ-আফজা এবং ফল দিয়ে বিভিন্ন ধরণের শরবত বানানো হতো। শরবতে মহব্বত তারই আধুনিক রূপ হতে পারে। পরবর্তীতে দিল্লির মতই পুরান ঢাকার খাবার সংস্কৃতিতে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সাম্প্রতিক বছরগুলোতে ফুড ব্লগার ও ইউটিউবারদের প্রচারণায় এটি নতুন করে আলোচিত হয়। এখন এটি শুধু ভারত, বাংলাদেশ বা পাকিস্তানেই নয়, বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় হয়ে উঠছে! আপনি বাড়িতেই এখন বানাতে পারেন জনপ্রিয় এই পানীয়।
উপকরণ: দুধ ১ লিটার, চিনি ৩-৪ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী), গোলাপ সিরাপ (রুহ-আফজা) ১/২ কাপ, সাবুদানা (চাইলে দিতে পারেন) ২ টেবিল চামচ (ভেজানো ও সেদ্ধ), তরমুজ ১ কাপ (ছোট কিউব করে কাটা), বেসিল সিডস বা তোকমা ১ টেবিল চামচ (পানিতে ভিজিয়ে নরম করে নিতে হবে), এবং বরফ কুচি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে দুধ একবার জ্বাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে (চিলারে) রেখে দিন। কিছুটা ঠান্ডা হলে একটি বড় জগে নিন। তাতে চিনি মিশিয়ে ভালোভাবে নাড়ুন, যেন চিনি গলে যায়। তারপর গোলাপ সিরাপ বা রুহ-আফজা যোগ করুন। আবার ভালোভাবে মেশান। ভিজিয়ে রাখা বেসিল সিডস বা তোকমা এবং সেদ্ধ সাবুদানা শরবতে দিয়ে দিন।
এবার তরমুজের ছোট কিউব কেটে শরবতে মেশান। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে বরফ কুচি যোগ করুন। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করুন এবং পরিবেশন করুন। গ্লাসে ঢেলে উপরে তরমুজের টুকরো ও কিছু তোকমা ছিটিয়ে দিন। ঠান্ডা ঠান্ডা শরবতে মহব্বত উপভোগ করুন।
প্রচণ্ড গরমে পিপাসা মেটাতে শরবতের বিকল্প নেই। শরবতের নাম নিলেই ভালোবাসার উপলব্ধি হয়। ঘরে অতিথিকে বরণ করতে প্রথমেই শরবত দিয়ে আপ্যায়ন করে থাকি। শরীরের দুর্বলতা দূর করতেও শরবত চাই। তাই বলাই বাহুল্য, শরবত শুধু মন প্রাণ তাজাই করে না, ভালোবাসা প্রকাশও ঘটায়। তাই তো আজকের রেসিপির নাম 'মহব্বত কা শরবত'।
রমজানে বেশ জনপ্রিয় শরবতে মহব্বত। এটি আসলে এক ধরণের মিষ্টি ও সুস্বাদু গোলাপ-দুধের শরবত। এই পানীয়র সুনির্দিষ্ট কোনো ইতিহাস নেই বললেই চলে। তবে এটি উত্তর ভারতের দিল্লি ও লক্ষ্ণৌ অঞ্চলে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। ধারণা করা হয়, মুঘল আমল থেকে বিভিন্ন ধরণের শরবতের প্রচলন শুরু হয়, সেখান থেকেই এই শরবতের আবির্ভাব।
শরবতে মহব্বত সম্ভবত ২০শ শতকের মাঝামাঝি বা শেষের দিকে উত্তর ভারতে জনপ্রিয়তা পায়। তবে দিল্লির পুরান বাজার ও রাস্তার খাবারের দোকানগুলোতে এই শরবত বানাতে দেখা যায়। ধীরে ধীরে বাংলাদেশ ও পাকিস্তানেও এটি জনপ্রিয়তা পায়। এটি হয়ে ওঠে রমজানের ইফতারের বিশেষ পানীয়।
ইতিহাস মতে, মুঘল আমলে দুধ, গোলাপ জল, রুহ-আফজা এবং ফল দিয়ে বিভিন্ন ধরণের শরবত বানানো হতো। শরবতে মহব্বত তারই আধুনিক রূপ হতে পারে। পরবর্তীতে দিল্লির মতই পুরান ঢাকার খাবার সংস্কৃতিতে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সাম্প্রতিক বছরগুলোতে ফুড ব্লগার ও ইউটিউবারদের প্রচারণায় এটি নতুন করে আলোচিত হয়। এখন এটি শুধু ভারত, বাংলাদেশ বা পাকিস্তানেই নয়, বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় হয়ে উঠছে! আপনি বাড়িতেই এখন বানাতে পারেন জনপ্রিয় এই পানীয়।
উপকরণ: দুধ ১ লিটার, চিনি ৩-৪ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী), গোলাপ সিরাপ (রুহ-আফজা) ১/২ কাপ, সাবুদানা (চাইলে দিতে পারেন) ২ টেবিল চামচ (ভেজানো ও সেদ্ধ), তরমুজ ১ কাপ (ছোট কিউব করে কাটা), বেসিল সিডস বা তোকমা ১ টেবিল চামচ (পানিতে ভিজিয়ে নরম করে নিতে হবে), এবং বরফ কুচি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে দুধ একবার জ্বাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে (চিলারে) রেখে দিন। কিছুটা ঠান্ডা হলে একটি বড় জগে নিন। তাতে চিনি মিশিয়ে ভালোভাবে নাড়ুন, যেন চিনি গলে যায়। তারপর গোলাপ সিরাপ বা রুহ-আফজা যোগ করুন। আবার ভালোভাবে মেশান। ভিজিয়ে রাখা বেসিল সিডস বা তোকমা এবং সেদ্ধ সাবুদানা শরবতে দিয়ে দিন।
এবার তরমুজের ছোট কিউব কেটে শরবতে মেশান। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে বরফ কুচি যোগ করুন। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করুন এবং পরিবেশন করুন। গ্লাসে ঢেলে উপরে তরমুজের টুকরো ও কিছু তোকমা ছিটিয়ে দিন। ঠান্ডা ঠান্ডা শরবতে মহব্বত উপভোগ করুন।
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন নিজাম উদ্দিন নামের একজন। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
৩ দিন আগেইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি’র সতর্কতায় দেখা যাচ্ছে, শিশুদের টিকা প্রদানের হার বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ বড় অগ্রগতি অর্জন করলেও এখনও উল্লেখযোগ্য হারে পিছিয়ে রয়েছে। এদিকে ‘বিশ্ব টিকাদান সপ্তাহ- ২০২৫’ এর শুরুতেই এমন বার্তা অনেকটাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়
৫ দিন আগেহিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ পর্বত জয় করলেন বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টজয়ী পর্বতারোহী অন্নপূর্ণা–১ জয়ের কৃতীত্ব দেখালেন। আজ সোমবার সকালে তিনি পর্বতশৃঙ্গে পৌঁছান।
০৭ এপ্রিল ২০২৫চলছে চৈত্র মাস। আর এই মাসে আবহাওয়াও থাকে বেশ উত্তপ্ত। দিনের বেলায় এসময় রোদের খরতাপে কোথাও দাঁড়ানো যেন মুশকিল হয়ে উঠেছে। কোনো ছায়ায় না দাঁড়ালে রোদের তাপে মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে।
০৭ এপ্রিল ২০২৫বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন নিজাম উদ্দিন নামের একজন। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি’র সতর্কতায় দেখা যাচ্ছে, শিশুদের টিকা প্রদানের হার বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ বড় অগ্রগতি অর্জন করলেও এখনও উল্লেখযোগ্য হারে পিছিয়ে রয়েছে। এদিকে ‘বিশ্ব টিকাদান সপ্তাহ- ২০২৫’ এর শুরুতেই এমন বার্তা অনেকটাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়
হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ পর্বত জয় করলেন বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টজয়ী পর্বতারোহী অন্নপূর্ণা–১ জয়ের কৃতীত্ব দেখালেন। আজ সোমবার সকালে তিনি পর্বতশৃঙ্গে পৌঁছান।
চলছে চৈত্র মাস। আর এই মাসে আবহাওয়াও থাকে বেশ উত্তপ্ত। দিনের বেলায় এসময় রোদের খরতাপে কোথাও দাঁড়ানো যেন মুশকিল হয়ে উঠেছে। কোনো ছায়ায় না দাঁড়ালে রোদের তাপে মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে।