ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

প্রবাসে বসে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি আরও জানান, যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। কারণ এনআইডি লক থাকলে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না।

এর আগে, গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যে এনআইডি লক করা হয়।

যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন- রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব বলেন, সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অব কান্ট্রি ভোট হবে। যারা প্রবাসে আছেন, তারা অনলাইনে নিবন্ধন করবেন। এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।

শেখ হাসিনা ভোট দিতে পারবেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, উনার তো এনআইডি লক আছে। যাদের এনআইডি লক আছে তারা ভোট দিতে পারবেন না।

মামলার কারণে বা অন্য কোনো কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন, তাদের ভোট দিতে কোনো অসুবিধা নেই। তবে তাদের এনআইডি আনলক অবস্থায় থাকতে হবে।

৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের কয়েক হাজার নেতাকর্মী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক পরিচালক ও শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

৬ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) নতুন প্রযুক্তি ব্যবহার করছে। কমিশন ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের নির্বিঘ্ন কার্যক্রম এবং নির্বাচনি অবকাঠামো রক্ষার জন্য সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে সমন্বিতভাবে নির্দেশনা দিয়েছে।

৭ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।

১৩ ঘণ্টা আগে

দেশজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।

১৪ ঘণ্টা আগে