জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার পাচ্ছে ৩০ লাখ করে টাকা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদেরা ‘জুলাই শহীদ’ এবং আহত ব্যক্তিরা ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত হবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ‘জুলাই শহীদ’ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। এ ছাড়া শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আর আহত ব্যক্তিরা তিন শ্রেণিতে আর্থিক, চিকিৎসা, পুনর্বাসনসহ অন্যান্য সুবিধা পাবেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান তিনি। পরে লিখিতভাবে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়।

প্রেস সচিব জানান, অভ্যুত্থানে আহতরা ৩টি ক্যাটাগরিতে টাকা পাবেন।

শফিকুল আলম জানান, নিহতদের পরিবারকে চলতি ও আগামী অর্থ বছরে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে।

অন্যদিকে, অতি গুরুতর আহতরা পাবেন ৫ লাখ, গুরুতররা ৩ লাখ এবং কম আহতরা পাবেন ১ লাখ করে টাকা। পাশাপাশি, মাসিক ভাতাসহ সরকারি সব সুবিধা পাবেন তারা।

সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালায় প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানান, প্রতিটি প্রতিষ্ঠানকে ৩০ শতাংশ কার্ড প্রদান করা হবে। তবে সেটা ১৫টার বেশি নয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

দুর্নীতির অভিযোগ থাকায় পরিবারসহ বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

১২ ঘণ্টা আগে

রাতে বাসায় ঢুকে ‘ভাঙচুর–অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান এবং উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন ও মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থাপনা থাকলেও বাস্তবে বহু অনিয়ম বিদ্যমান।

১৩ ঘণ্টা আগে