নির্বাচন কমিশন কারও অন্যায় চাপে নতি স্বীকার করবে না: সিইসি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে কমিশন কারও অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না । বুধবার (২২ অক্টোবর) রাজধানীতে উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে নির্বাচন সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‌‘আমরা আইনের শাসন চাই। আমরা চাই, সর্বস্তরে আমরা সবাই আইন মেনে চলবো। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং আইনকে প্রতিষ্ঠিত করবো। সর্বক্ষেত্রে আমার গন্ডির মধ্যে যে কাজ থাকবে, সেখানে আমি আইনকেই বাস্তবায়ন করবো। আমরা চাইবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের (ইউএনও) দায়িত্ব পালন করবেন।’

সিইসি বলেন, ‘নির্বাচনের সময় সমন্বয়টা খুবই জরুরি। উপজেলা নির্বাহী অফিসারদের সার্বিক সমন্বয়টি সিরিয়াসলি করতে হবে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এর সামাধান দিতে হবে। কেন্দ্র ও বাক্স দখল করে বাড়ি যাওয়ার পর আপনি ঘটনাস্থলে গেছেন—এমন যেন না হয়। আপনারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না।’

তিনি বলেন, ‘আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেবো। নির্বাচন কমিশনও কারও অন্যায় চাপের কাছে নিত স্বীকার কার করবে না। আমরা আপনাদের অন্যায় কোনো আদেশ বা হুকুম দেব না। এটা আপনারা ধরে রাখতে পারেন।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।

১ ঘণ্টা আগে

দেশজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।

২ ঘণ্টা আগে

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA) দেশের নাগরিকদের সতর্ক করেছেন—যে কোনো সন্ত্রাস বা সহিংসতা উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্ট সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে রিপোর্ট করতে।

১৯ ঘণ্টা আগে

সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।

১৯ ঘণ্টা আগে