ডিসেম্বরকে ঘিরে নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ডিসেম্বরকে ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংস্থার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণসহ সব কাজ ভালোভাবে এগোচ্ছে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এসময় চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ইসির বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, এনআইডি সংশোধন, সীমানা পুনর্নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনসহ নির্বাচন সংক্রান্ত সব কাজ ভালোভাবে এগুচ্ছে’। এসময় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অল্প সময়ের মধ্যে ভালোভাবে শেষ করায় কর্মকর্তাদের প্রসংশা করেন সিইসি।

তিনি বলেন, ‘খুব কম সময়ে ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছেন আপনারা। আমাদের প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে’।

ইসির সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। এই কার্যক্রমে আগের তালিকা থেকে ২০ লাখের বেশি মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে ১১ লাখ ৮১ হাজার ২০৫ জন মৃত পুরুষ ভোটার এবং ৮ লাখ ৭১ হাজার ৭৫০ জন মৃত নারী ভোটার বাদ যাবেন। ভোটার তালিকা থেকে মৃত হিজড়া বাদ দেওয়া হবে ৫৭৩ জন।

এদিকে গত ২০ জানুয়ারি শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম এখনো চলমান। ফলে আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাদপড়া যে কোন নাগরিক অনলাইনে তথ্য পূরণ করে নিকটস্থ নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারছেন। এতে আরও প্রায় ৬০ লাখের বেশি ভোটার আগামী জুনের মধ্যে তালিকায় যুক্ত হতে পারে এমনই মনে করছে নির্বাচন কমিশন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

দেশে পুনরায় স্বৈরশাসনের শেকড় যেন বিস্তার লাভ না করতে পারে, সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোর প্রতি অবিলম্বে অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

১৫ ঘণ্টা আগে

এ বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অবৈধ পথে কোনওভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেওয়া হবে না। রোববার থেকেই গবাদি পশুর সকল রকমের অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।

১৭ ঘণ্টা আগে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। পেজটি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজ থেকে পোস্ট বা শেয়ার করা কোনো বার্তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৯ ঘণ্টা আগে

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী।

১৯ ঘণ্টা আগে