পূজা উপলক্ষে থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব এবং সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে টানা চারদিনের ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে চালু করা হচ্ছে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন। যাত্রীদের বাড়তি সুবিধা দিতে চট্টগ্রাম-ঢাকা রুটেও চলবে বিশেষ ট্রেন পরিষেবা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে ‘ঢাকা স্পেশাল’ ট্রেন। এই বিশেষ ট্রেন ৪ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

চট্টগ্রাম থেকে পৌনে ৩টায় এই ট্রেন ছেড়ে ঢাকায় পৌঁছবে রাত ৮টায়। চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়।

এ ছাড়া ট্যুরিস্ট স্পেশাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। বিশেষ এই ট্রেন ৩০ সেপ্টেস্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়। কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে এই ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১১টায়। ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই ট্রেন চলাচল করবে।

প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্ম সফিকুর রহমান বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তনগর ট্রেনের মতো সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন, পূজা ও সাপ্তাহিক ছুটিতে যাত্রীদের চাপ সামাল দিতে স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ১৮টি কোচ নিয়ে আজ থেকে স্পেশাল ট্রেন যাত্রা করবে। প্রথমদিন চট্টগ্রাম থেকে এরপর ঢাকা কক্সবাজার রুটে এ স্পেশাল ট্রেন চলাচল করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক পরিচালক ও শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

২ মিনিট আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) নতুন প্রযুক্তি ব্যবহার করছে। কমিশন ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের নির্বিঘ্ন কার্যক্রম এবং নির্বাচনি অবকাঠামো রক্ষার জন্য সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে সমন্বিতভাবে নির্দেশনা দিয়েছে।

১ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।

৭ ঘণ্টা আগে

দেশজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।

৮ ঘণ্টা আগে