নিজস্ব প্রতিবেদক
মার্কিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও ৯০ কর্মদিবসে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উল্লেখ্য, ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র (ডিওজিই) প্রধান।
গত ১৯ ফেব্রুয়ারি তাঁকে পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানান ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে প্রধান উপদেষ্টা ইলন মাস্ককে বলেন, তিনি বাংলাদেশে এলে এক ঝাক তরুণ-তরুণীদের সঙ্গে দেখা হবে তাঁর, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির সবচেয়ে বেশি সুবিধাভোগীদের মধ্যে অন্যতম। চিঠিতে ড. ইউনূস বলেন, ‘উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি দিতে আসুন একসাথে কাজ করি।’
চিঠিতে ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ থাকলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য পরিবর্তনশীল প্রভাব ফেলবে।’
এ ছাড়া ড. খলিলুর রহমানকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক বাংলাদেশে চালু করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য স্পেসএক্স টিমের সঙ্গে যাবতীয় বিষয়ে সমন্বয় করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এর আগে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারন্টে পরিষেবা চালু করার বিষয়ে গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টা টেলিফোনেও যোগাযোগ করেছেন বলে জানানো হয়েছে। ওই সময় বিস্তারিত কথা হয় তাঁদের মধ্যে।
মার্কিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও ৯০ কর্মদিবসে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উল্লেখ্য, ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র (ডিওজিই) প্রধান।
গত ১৯ ফেব্রুয়ারি তাঁকে পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানান ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে প্রধান উপদেষ্টা ইলন মাস্ককে বলেন, তিনি বাংলাদেশে এলে এক ঝাক তরুণ-তরুণীদের সঙ্গে দেখা হবে তাঁর, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির সবচেয়ে বেশি সুবিধাভোগীদের মধ্যে অন্যতম। চিঠিতে ড. ইউনূস বলেন, ‘উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি দিতে আসুন একসাথে কাজ করি।’
চিঠিতে ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ থাকলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য পরিবর্তনশীল প্রভাব ফেলবে।’
এ ছাড়া ড. খলিলুর রহমানকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক বাংলাদেশে চালু করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য স্পেসএক্স টিমের সঙ্গে যাবতীয় বিষয়ে সমন্বয় করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এর আগে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারন্টে পরিষেবা চালু করার বিষয়ে গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টা টেলিফোনেও যোগাযোগ করেছেন বলে জানানো হয়েছে। ওই সময় বিস্তারিত কথা হয় তাঁদের মধ্যে।
দুর্নীতির অভিযোগ থাকায় পরিবারসহ বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
১৬ ঘণ্টা আগেরাতে বাসায় ঢুকে ‘ভাঙচুর–অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান এবং উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন ও মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৬ ঘণ্টা আগেস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থাপনা থাকলেও বাস্তবে বহু অনিয়ম বিদ্যমান।
১৭ ঘণ্টা আগেদুর্নীতির অভিযোগ থাকায় পরিবারসহ বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রাতে বাসায় ঢুকে ‘ভাঙচুর–অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান এবং উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন ও মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থাপনা থাকলেও বাস্তবে বহু অনিয়ম বিদ্যমান।