কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক আক্কাস আলী

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এক গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করে দেশের প্রশাসনিক কার্যক্রমে নতুন দিক নির্দেশনা দিয়েছে।এ দুটি সংস্থার শীর্ষ পদে রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই প্রজ্ঞাপনে একজন অতিরিক্ত সচিবের পদে পরিবর্তন ও স্থানান্তর করা হয়েছে, যা দেশের বিদ্যুৎ ও কারিগরি শিক্ষাখাতে উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আবুল খায়ের মো: আক্কাস আলী, যিনি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে কর্মরত ছিলেন, তাঁকে বদলি করে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এই পরিবর্তনের ফলে বিদ্যুৎ ও কারিগরি শিক্ষাক্ষেত্রে কার্যকরী বাস্তবায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই আদেশটি রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার এই পদবিন্যাস ও স্থানান্তর দেশের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও দক্ষতা বৃদ্ধির জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন দেশের বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে সহায়ক হবে।

বিশ্লেষকরা বলছেন, এই প্রশাসনিক পরিবর্তন দেশের সামগ্রিক প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এই পদক্ষেপ দেশের ভবিষ্যৎ উন্নয়নে আরও শক্তিশালী ভিত্তি স্থাপন করবে বলে তারা মনে করছেন।

এদিকে, এই পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট বিভাগের মধ্যে কাজের গতি বৃদ্ধি ও দক্ষতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকার ভবিষ্যতেও এ ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তন অব্যাহত রাখার পরিকল্পনা করছে, যেন দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকরী হয়।

তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃতি সন্তান। এবং তারাগুনিয়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

৭ ঘণ্টা আগে

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

৮ ঘণ্টা আগে

নির্বাচনের আগে আমরা পুলিশে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি। বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, ৫ হাজার ৫৫১ জন আনসার, ১ হাজার ৫৫৮ জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন

১০ ঘণ্টা আগে

র‍্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে