গত এক বছরে কারাগারে কোনো হত্যার ঘটনা ঘটেনি: কারা মহাপরিদর্শক

জেল থেকে পালানো ৭০০ বন্দি গ্রেফতার হয়নি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। ছবি: সংগৃহীত

৫ আগস্টের আগে ও পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনও নয়জন জঙ্গী, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭৯ আসামিসহ ৭০০ জনকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। গত এক বছরে কারাগারে কোনো হত্যার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কারা মহাপরিদর্শক বলেন, ‘কারাগারে বন্দী বা হাজতি হত্যার অভিযোগ থাকতে পারে তবে গত এক বছরে কারাগারে কোনো হত্যার ঘটনা ঘটেনি। কারাগারে প্রতিটি মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।’

পলাতক বন্দীদের বিষয়ে কারা মহাপরিদর্শক বলেন, ‘কারাগার ভেঙে বের হয়ে যাওয়া ২ হাজার ২০০ জনের মধ্যে এখনো জঙ্গিসহ ৭০০ জনের বেশি বন্দী পলাতক আছে। তাদের ধরার কাজ চলছে।’

বন্দী অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর নির্যাতন চালানোর বিষয়ে অভিযোগ পেলে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন।

সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, ‘কারাগারে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ডিবিশন ক্যান্সেল করার মতো ঘটনা ঘটেছে।’

মাদকসহ নানা অনিয়মের অভিযোগে গত এক বছরে ৩৪ জনকে চাকরিচ্যুত, ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা অধিদপ্তর।

কারাগারের অতিরিক্ত চাপ সামাল দিতে এরইমধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘দেশের বিভিন্ন কারাগারে এখন পর্যন্ত ১৬৩ জন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

১ দিন আগে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭-এ।

১ দিন আগে

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫’ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। তিনি বলেন, গুম প্রতিরোধ এবং প্রতিকার সংক্রান্ত দীর্ঘ আলোচনা শেষে আজকের এই আইন চূড়ান্ত করা হয়েছে।

১ দিন আগে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মবের ভয়ে যারা সাংবাদিকতা করেন, তারা ফ্যাসিবাদের দোসর। এই সরকার কখনো সাংবাদিকদের ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করেনি।

১ দিন আগে