রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এফওসি বৈঠক
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ দেড় দশক পর পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত Foreign Office Consultation (এফওসি) শীর্ষক এই দ্বিপাক্ষিক বৈঠক।
বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় পৌঁছাবেন। বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সংলাপ নতুন করে গতি পেতে পারে বলে আশা করা হচ্ছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, কনস্যুলার বিষয়ে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রসঙ্গে অবস্থান আদান-প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১০ সালে সর্বশেষ এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর টানা ১৫ বছর এই উচ্চ পর্যায়ের আলোচনা বন্ধ ছিল। এবার আবারও দুই দেশ আলোচনার টেবিলে বসছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়া জানা গেছে, চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। ২০১২ সালের পর এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যদিও তাঁর সফরের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
বিশ্লেষকদের মতে, এই দীর্ঘ বিরতির পরবর্তী এফওসি বৈঠক দুই দেশের পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
দীর্ঘ দেড় দশক পর পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত Foreign Office Consultation (এফওসি) শীর্ষক এই দ্বিপাক্ষিক বৈঠক।
বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় পৌঁছাবেন। বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সংলাপ নতুন করে গতি পেতে পারে বলে আশা করা হচ্ছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, কনস্যুলার বিষয়ে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রসঙ্গে অবস্থান আদান-প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১০ সালে সর্বশেষ এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর টানা ১৫ বছর এই উচ্চ পর্যায়ের আলোচনা বন্ধ ছিল। এবার আবারও দুই দেশ আলোচনার টেবিলে বসছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়া জানা গেছে, চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। ২০১২ সালের পর এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যদিও তাঁর সফরের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
বিশ্লেষকদের মতে, এই দীর্ঘ বিরতির পরবর্তী এফওসি বৈঠক দুই দেশের পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
বন্যাদুর্গত এলাকাবাসী তাদের দুর্দশার কথা সরাসরি তুলে ধরতে না পারায় হতাশা প্রকাশ
১ ঘণ্টা আগেজুলাই আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
২ ঘণ্টা আগেজড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে
৩ ঘণ্টা আগেবোমা থাকার আশঙ্কায় বিজি-৩৭৩ ফ্লাইটটিতে ৩ ঘণ্টার নিবিড় তল্লাশি চালানো হয়। কিন্তু শেষ পর্যন্ত বিমানে কোনো বোমা পাওয়া যায়নি। ভুয়া তথ্য দিয়ে ফ্লাইটে আতঙ্ক ছড়ানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
৩ ঘণ্টা আগেবন্যাদুর্গত এলাকাবাসী তাদের দুর্দশার কথা সরাসরি তুলে ধরতে না পারায় হতাশা প্রকাশ
জুলাই আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে
বোমা থাকার আশঙ্কায় বিজি-৩৭৩ ফ্লাইটটিতে ৩ ঘণ্টার নিবিড় তল্লাশি চালানো হয়। কিন্তু শেষ পর্যন্ত বিমানে কোনো বোমা পাওয়া যায়নি। ভুয়া তথ্য দিয়ে ফ্লাইটে আতঙ্ক ছড়ানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।