রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এফওসি বৈঠক
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ দেড় দশক পর পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত Foreign Office Consultation (এফওসি) শীর্ষক এই দ্বিপাক্ষিক বৈঠক।
বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় পৌঁছাবেন। বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সংলাপ নতুন করে গতি পেতে পারে বলে আশা করা হচ্ছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, কনস্যুলার বিষয়ে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রসঙ্গে অবস্থান আদান-প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১০ সালে সর্বশেষ এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর টানা ১৫ বছর এই উচ্চ পর্যায়ের আলোচনা বন্ধ ছিল। এবার আবারও দুই দেশ আলোচনার টেবিলে বসছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়া জানা গেছে, চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। ২০১২ সালের পর এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যদিও তাঁর সফরের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
বিশ্লেষকদের মতে, এই দীর্ঘ বিরতির পরবর্তী এফওসি বৈঠক দুই দেশের পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
দীর্ঘ দেড় দশক পর পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত Foreign Office Consultation (এফওসি) শীর্ষক এই দ্বিপাক্ষিক বৈঠক।
বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় পৌঁছাবেন। বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সংলাপ নতুন করে গতি পেতে পারে বলে আশা করা হচ্ছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, কনস্যুলার বিষয়ে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রসঙ্গে অবস্থান আদান-প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১০ সালে সর্বশেষ এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর টানা ১৫ বছর এই উচ্চ পর্যায়ের আলোচনা বন্ধ ছিল। এবার আবারও দুই দেশ আলোচনার টেবিলে বসছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়া জানা গেছে, চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। ২০১২ সালের পর এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যদিও তাঁর সফরের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
বিশ্লেষকদের মতে, এই দীর্ঘ বিরতির পরবর্তী এফওসি বৈঠক দুই দেশের পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
দেশে পুনরায় স্বৈরশাসনের শেকড় যেন বিস্তার লাভ না করতে পারে, সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোর প্রতি অবিলম্বে অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
১০ ঘণ্টা আগেএ বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অবৈধ পথে কোনওভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেওয়া হবে না। রোববার থেকেই গবাদি পশুর সকল রকমের অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।
১১ ঘণ্টা আগেপররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। পেজটি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজ থেকে পোস্ট বা শেয়ার করা কোনো বার্তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৩ ঘণ্টা আগেরাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী।
১৩ ঘণ্টা আগেদেশে পুনরায় স্বৈরশাসনের শেকড় যেন বিস্তার লাভ না করতে পারে, সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোর প্রতি অবিলম্বে অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
এ বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অবৈধ পথে কোনওভাবেই গবাদি পশু প্রবেশ করতে দেওয়া হবে না। রোববার থেকেই গবাদি পশুর সকল রকমের অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। পেজটি পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজ থেকে পোস্ট বা শেয়ার করা কোনো বার্তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী।