দেশের ১০ লাখ রোহিঙ্গার তথ্য ইসির কাছে নেই

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

দেশের প্রায় ১০ লাখ রোহিঙ্গার তথ্য ইসির কাছে এখনো সরাসরি ব্যবহারযোগ্য নয়। নির্বাচন কমিশন (ইসি) এখনো ‘রোহিঙ্গা ডেটাবেজ’ ব্যবহার করতে পারছে না, যার মাধ্যমে দেশের নাগরিকদের তথ্যভাণ্ডারে রোহিঙ্গা রয়েছে কি না স্বয়ংক্রিয় আঙুলের ছাপ শনাক্তকরণ (এএফআইএস) পদ্ধতিতে যাচাই করা সম্ভব হতো।

ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডেটাবেজ না পাওয়ার পরও কমিশন সতর্ক রয়েছে। তিনি বলেন, “প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ আমরা খুলে দিয়েছি। সব জায়গায় ব্যাকডোরের সম্ভাবনা থাকে, তাই মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে।”

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, ছয় মাস ধরে চলা আলোচনা এবং কারিগরি বৈঠকের পরও ইসি ডেটাবেজ ব্যবহার করতে পারছে না।

বর্তমানে নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারে ১২ কোটি ৩৭ লাখের বেশি ভোটারের তথ্য রয়েছে। চলতি হালনাগাদ কার্যক্রমে ৪৬ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে, যারা ৩১ আগস্ট পর্যন্ত ভোটার তালিকাভুক্ত হবেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন।

নিবন্ধন তথ্য যাচাইয়ে এএফআইসি পদ্ধতি ব্যবহার করা হয়, যা দ্বৈত ভোটার শনাক্তসহ তালিকার সঠিকতা নিশ্চিত করে। রোহিঙ্গাদের শনাক্ত করতে কক্সবাজারের রোহিঙ্গা ডেটাবেজের অ্যাক্সেস প্রয়োজন। ভোটার তালিকার সঙ্গে আঙুলের ছাপ মিলে গেলে সহজেই বোঝা যাবে কেউ রোহিঙ্গা কিনা।

২০১৭ সালের ২৫ আগস্টের পর রাখাইন থেকে বাংলাদেশে ঢোকার পর প্রায় ১১ লাখ রোহিঙ্গা বায়োমেট্রিকভাবে নিবন্ধিত হয়েছেন। যদিও ইউএনএইচসিআর মার্চে ডেটাবেজ ব্যবহারের অনুমতি দিয়েছিল, ইসি এখনও তা ব্যবহার করতে পারছে না।

হুমায়ুন কবীর বলেন, “ডেটাবেজ পেলে যাচাই প্রক্রিয়া অনেক সহজ হতো। এখন আমরা নিজস্ব প্রক্রিয়ায় কাজ করছি, যা কার্যকর হলেও কিছুটা কঠিন।” তিনি ব্যাখ্যা করেন, কক্সবাজারে ভোটার হওয়ার জন্য বাবা-মায়ের এনআইডি, শিক্ষাগত ও জমির তথ্য যাচাই করা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

১ দিন আগে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭-এ।

১ দিন আগে

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫’ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। তিনি বলেন, গুম প্রতিরোধ এবং প্রতিকার সংক্রান্ত দীর্ঘ আলোচনা শেষে আজকের এই আইন চূড়ান্ত করা হয়েছে।

১ দিন আগে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মবের ভয়ে যারা সাংবাদিকতা করেন, তারা ফ্যাসিবাদের দোসর। এই সরকার কখনো সাংবাদিকদের ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করেনি।

১ দিন আগে