প্রধান উপদেষ্টা ও যুক্তরাজ্য মন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আগামী নির্বাচন, অবৈধ অভিবাসন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য সম্প্রসারণ এবং বিমান–নৌ খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং এটি হবে অন্তর্ভুক্তিমূলক। তিনি আশা প্রকাশ করেন, এবার বিপুলসংখ্যক নতুন ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন—যা গত ১৬ বছরের স্বৈরতান্ত্রিক সময়ে তিনটি বিতর্কিত নির্বাচনে সম্ভব হয়নি।

অধ্যাপক ইউনূস বলেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় এবং পরবর্তীতে দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘জুলাই সনদ’ দেশের জন্য নতুন সূচনা তৈরি করেছে।
ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং জুলাই সনদ নিয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে অভিবাসীদের আশ্রয় ব্যবস্থার অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে এবং নিরাপদ, বৈধ অভিবাসন নিশ্চিত করা জরুরি।
জবাবে প্রধান উপদেষ্টা জানান, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং বৈধ পথে আরও বেশি বাংলাদেশিকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে উৎসাহিত করছে।
রোহিঙ্গা সংকট নিয়ে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অধ্যাপক ইউনূস বলেন, ক্যাম্পের তরুণেরা দিশাহীন হয়ে ক্রমশ হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে—তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া দুদেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগর গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয় করছে।
এভিয়েশন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী চ্যাপম্যান বলেন, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আগামী নির্বাচন, অবৈধ অভিবাসন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য সম্প্রসারণ এবং বিমান–নৌ খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং এটি হবে অন্তর্ভুক্তিমূলক। তিনি আশা প্রকাশ করেন, এবার বিপুলসংখ্যক নতুন ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন—যা গত ১৬ বছরের স্বৈরতান্ত্রিক সময়ে তিনটি বিতর্কিত নির্বাচনে সম্ভব হয়নি।

অধ্যাপক ইউনূস বলেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় এবং পরবর্তীতে দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘জুলাই সনদ’ দেশের জন্য নতুন সূচনা তৈরি করেছে।
ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং জুলাই সনদ নিয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে অভিবাসীদের আশ্রয় ব্যবস্থার অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে এবং নিরাপদ, বৈধ অভিবাসন নিশ্চিত করা জরুরি।
জবাবে প্রধান উপদেষ্টা জানান, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং বৈধ পথে আরও বেশি বাংলাদেশিকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে উৎসাহিত করছে।
রোহিঙ্গা সংকট নিয়ে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অধ্যাপক ইউনূস বলেন, ক্যাম্পের তরুণেরা দিশাহীন হয়ে ক্রমশ হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে—তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া দুদেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগর গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয় করছে।
এভিয়েশন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী চ্যাপম্যান বলেন, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক উপস্থিত ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের কর আইন ও প্রয়োগ বিভাগে সদস্য পদে থাকা এ কে এম বদিউল আলমকে দেশের বাইরে যাত্রা থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
১ দিন আগে
জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করার উদ্দেশ্যে বডি ক্যামেরা ব্যবহার নিয়ে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত হলেও, সাম্প্রতিক পুনর্বিবেচনার পর সংখ্যা কমানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে
২ দিন আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার (১৭ নভেম্বর) দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেয়ার নির্দেশ দিয়েছে
২ দিন আগে
জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হিসেবে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে
২ দিন আগেজাতীয় রাজস্ব বোর্ডের কর আইন ও প্রয়োগ বিভাগে সদস্য পদে থাকা এ কে এম বদিউল আলমকে দেশের বাইরে যাত্রা থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করার উদ্দেশ্যে বডি ক্যামেরা ব্যবহার নিয়ে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত হলেও, সাম্প্রতিক পুনর্বিবেচনার পর সংখ্যা কমানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার (১৭ নভেম্বর) দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেয়ার নির্দেশ দিয়েছে
জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হিসেবে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে