রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উৎসাহ বোনাসে নতুন নির্দেশিকা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মচারীদের উৎসাহ বোনাস বিতরণে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, বোনাসের ভিত্তি থাকবে নিট মুনাফা, যেখানে আগে এটি পরিচালন মুনাফার ওপর নির্ভর করত। এছাড়া মুনাফা অর্জনের পর প্রথমে সরকারকে লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক, তা না দিলে ব্যাংক বোনাস প্রদানের দাবি করতে পারবে না।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মোট ১৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশিকা তৈরি করছে। নির্দেশিকাটি ২০২৪ সালের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নির্দেশিকার বাইরে বোনাস দিতে হলে সংশ্লিষ্ট ব্যাংককে বিভাগীয় অনুমোদন নিতে হবে।

এর আগে কিছু ব্যাংক নিয়ম অমান্য করে অতিরিক্ত বোনাস দিয়েছে। উদাহরণস্বরূপ, সোনালী ব্যাংক ২০২৩ সালে তিনটি বোনাসের বদলে পাঁচটি বোনাস প্রদান করেছিল। এ ঘটনায় গত মার্চে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের এমডিকে অতিরিক্ত বোনাস ফেরত আনার নির্দেশ দিয়েছিল, যা কর্মচারীরা দেননি।

নতুন নির্দেশিকা অনুযায়ী, রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বড় ব্যাংক- সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল- পাঁচটি সূচক বা কর্মসম্পাদন পরিমাপের ওপর ভিত্তি করে বোনাস প্রদান করবে। সূচকগুলো হলো-

  • চলতি মূলধনের ওপর নিট মুনাফার হার (সবচেয়ে বেশি গুরুত্ব)
  • আমানত বৃদ্ধির হার
  • ঋণ ও অগ্রিম বৃদ্ধির হার
  • খেলাপি ঋণ আদায়ের হার
  • অবলোপন করা ঋণ আদায়ের হার

নিট মুনাফা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে গণ্য হবে, যার নম্বর ৫০-এর বেশি হলে বোনাস প্রাপ্য। কর্মক্ষমতা ভালো হলে বেশি বোনাস, খুব কম হলে কোনো বোনাস দেওয়া হবে না। প্রতিটি বোনাস মানে এক মাসের মূল বেতনের সমান অর্থ।

বিশেষায়িত ছয় ব্যাংক- বাংলাদেশ কৃষি ব্যাংক, রাকাব, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক- সামান্য ভিন্ন মানদণ্ড অনুসরণ করবে। তাদের ক্ষেত্রে মোট চারটি সূচকের ওপর বোনাস নির্ধারণ করা হবে, যেখানে আমানত বৃদ্ধির সূচক রাখা হয়নি।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ক্ষেত্রে নতুন সূচক হিসেবে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বৃদ্ধির হার যোগ করা হয়েছে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ক্ষেত্রে ঋণের সুদ ও আসলের প্রকৃত পরিশোধের হার নতুন সূচক হিসেবে ধরা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দিয়েছেন

২৯ মিনিট আগে

বৈঠকে মূলত বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক হার কমানোর বিষয়টি এবং সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশের শ্রম আইন ২০০৬-এর সংশোধনী প্রস্তাবনা নিয়েও আলোচনা হয়

১ ঘণ্টা আগে

শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার সাক্ষ্যগ্রহণ একেবারে শেষ পর্যায়ে। আর দু-একজনের সাক্ষ্যগ্রহণ শেষে, মামলার যুক্তি তর্ক উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন

৩ ঘণ্টা আগে

পদকপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে একজন ডিআইজি, তিনজন পুলিশ সুপার, দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পরিদর্শক

১৯ ঘণ্টা আগে