নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মচারীদের উৎসাহ বোনাস বিতরণে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, বোনাসের ভিত্তি থাকবে নিট মুনাফা, যেখানে আগে এটি পরিচালন মুনাফার ওপর নির্ভর করত। এছাড়া মুনাফা অর্জনের পর প্রথমে সরকারকে লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক, তা না দিলে ব্যাংক বোনাস প্রদানের দাবি করতে পারবে না।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মোট ১৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশিকা তৈরি করছে। নির্দেশিকাটি ২০২৪ সালের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নির্দেশিকার বাইরে বোনাস দিতে হলে সংশ্লিষ্ট ব্যাংককে বিভাগীয় অনুমোদন নিতে হবে।
এর আগে কিছু ব্যাংক নিয়ম অমান্য করে অতিরিক্ত বোনাস দিয়েছে। উদাহরণস্বরূপ, সোনালী ব্যাংক ২০২৩ সালে তিনটি বোনাসের বদলে পাঁচটি বোনাস প্রদান করেছিল। এ ঘটনায় গত মার্চে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের এমডিকে অতিরিক্ত বোনাস ফেরত আনার নির্দেশ দিয়েছিল, যা কর্মচারীরা দেননি।
নতুন নির্দেশিকা অনুযায়ী, রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বড় ব্যাংক- সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল- পাঁচটি সূচক বা কর্মসম্পাদন পরিমাপের ওপর ভিত্তি করে বোনাস প্রদান করবে। সূচকগুলো হলো-
নিট মুনাফা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে গণ্য হবে, যার নম্বর ৫০-এর বেশি হলে বোনাস প্রাপ্য। কর্মক্ষমতা ভালো হলে বেশি বোনাস, খুব কম হলে কোনো বোনাস দেওয়া হবে না। প্রতিটি বোনাস মানে এক মাসের মূল বেতনের সমান অর্থ।
বিশেষায়িত ছয় ব্যাংক- বাংলাদেশ কৃষি ব্যাংক, রাকাব, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক- সামান্য ভিন্ন মানদণ্ড অনুসরণ করবে। তাদের ক্ষেত্রে মোট চারটি সূচকের ওপর বোনাস নির্ধারণ করা হবে, যেখানে আমানত বৃদ্ধির সূচক রাখা হয়নি।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ক্ষেত্রে নতুন সূচক হিসেবে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বৃদ্ধির হার যোগ করা হয়েছে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ক্ষেত্রে ঋণের সুদ ও আসলের প্রকৃত পরিশোধের হার নতুন সূচক হিসেবে ধরা হয়েছে।

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মচারীদের উৎসাহ বোনাস বিতরণে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, বোনাসের ভিত্তি থাকবে নিট মুনাফা, যেখানে আগে এটি পরিচালন মুনাফার ওপর নির্ভর করত। এছাড়া মুনাফা অর্জনের পর প্রথমে সরকারকে লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক, তা না দিলে ব্যাংক বোনাস প্রদানের দাবি করতে পারবে না।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মোট ১৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশিকা তৈরি করছে। নির্দেশিকাটি ২০২৪ সালের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নির্দেশিকার বাইরে বোনাস দিতে হলে সংশ্লিষ্ট ব্যাংককে বিভাগীয় অনুমোদন নিতে হবে।
এর আগে কিছু ব্যাংক নিয়ম অমান্য করে অতিরিক্ত বোনাস দিয়েছে। উদাহরণস্বরূপ, সোনালী ব্যাংক ২০২৩ সালে তিনটি বোনাসের বদলে পাঁচটি বোনাস প্রদান করেছিল। এ ঘটনায় গত মার্চে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের এমডিকে অতিরিক্ত বোনাস ফেরত আনার নির্দেশ দিয়েছিল, যা কর্মচারীরা দেননি।
নতুন নির্দেশিকা অনুযায়ী, রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বড় ব্যাংক- সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল- পাঁচটি সূচক বা কর্মসম্পাদন পরিমাপের ওপর ভিত্তি করে বোনাস প্রদান করবে। সূচকগুলো হলো-
নিট মুনাফা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে গণ্য হবে, যার নম্বর ৫০-এর বেশি হলে বোনাস প্রাপ্য। কর্মক্ষমতা ভালো হলে বেশি বোনাস, খুব কম হলে কোনো বোনাস দেওয়া হবে না। প্রতিটি বোনাস মানে এক মাসের মূল বেতনের সমান অর্থ।
বিশেষায়িত ছয় ব্যাংক- বাংলাদেশ কৃষি ব্যাংক, রাকাব, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক- সামান্য ভিন্ন মানদণ্ড অনুসরণ করবে। তাদের ক্ষেত্রে মোট চারটি সূচকের ওপর বোনাস নির্ধারণ করা হবে, যেখানে আমানত বৃদ্ধির সূচক রাখা হয়নি।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ক্ষেত্রে নতুন সূচক হিসেবে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বৃদ্ধির হার যোগ করা হয়েছে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ক্ষেত্রে ঋণের সুদ ও আসলের প্রকৃত পরিশোধের হার নতুন সূচক হিসেবে ধরা হয়েছে।

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক পরিচালক ও শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) নতুন প্রযুক্তি ব্যবহার করছে। কমিশন ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের নির্বিঘ্ন কার্যক্রম এবং নির্বাচনি অবকাঠামো রক্ষার জন্য সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে সমন্বিতভাবে নির্দেশনা দিয়েছে।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।
১৫ ঘণ্টা আগে
দেশজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।
১৭ ঘণ্টা আগেসাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক পরিচালক ও শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) নতুন প্রযুক্তি ব্যবহার করছে। কমিশন ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের নির্বিঘ্ন কার্যক্রম এবং নির্বাচনি অবকাঠামো রক্ষার জন্য সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে সমন্বিতভাবে নির্দেশনা দিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।
দেশজুড়ে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।