পাঠ্যবইয়ে ‘জুলাই সনদ’ যুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্যবইয়ে ‘জুলাই সনদ’ যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। ২০২৬ সালের পরিবর্তে ২০২৭ সালের সংস্করণে পূর্ণাঙ্গভাবে জুলাই সনদ অন্তর্ভুক্ত করা হবে ।

রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে পাঠ্যপুস্তক সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মত দেওয়া হয়, সনদটি এখন বাস্তবায়নের পর্যায়ে না থাকায় এটি সংক্ষেপে উপস্থাপন করলে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রকাশের আশঙ্কা রয়েছে। ফলে ২০২৬ সালের বইয়ে এটি না রেখে ২০২৭ সালের সংস্করণে পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে শিক্ষা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির এক সদস্য জানান, শুরুতে ২০২৬ সালের বইয়েই ‘জুলাই সনদ’-এর একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ যোগ করার চিন্তা ছিল। তবে পাঠ্যবইয়ের সম্পাদনা ও মুদ্রণ কার্যক্রম ইতোমধ্যেই শেষ ধাপে পৌঁছেছে। এখন নতুন করে কোনো লেখা যুক্ত করতে গেলে পুরো প্রক্রিয়াটি পুনরায় সম্পাদনা, সংশোধন ও অনুমোদনের মধ্য দিয়ে নিতে হবে, যা সময়সাপেক্ষ।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষরিত হলেও তা কার্যকর হয়নি। তাই এটিকে এখন পাঠ্যবইয়ে যুক্ত করা সময়োপযোগী নয়। বরং ২০২৭ সালের সংস্করণে এটি একটি পূর্ণাঙ্গ অধ্যায় হিসেবে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরা বিষয়টি যথাযথভাবে জানতে পারবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে চাইলে শেষ মুহূর্তে পরিবর্তন আনা সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে ২০২৬ সালের পাঠ্যবইয়ে ‘জুলাই সনদ’ যুক্ত হওয়ার সম্ভাবনা খুবই সীমিত বলে মনে করা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

প্রথমবারের মত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত থাকবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন

১১ ঘণ্টা আগে

সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা ৪৪তম বিসিএসের সম্পূরক ফল সোমবারের (৩ নভেম্বর) মধ্যেই প্রকাশের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, পিএসসি ইচ্ছাকৃতভাবে ফল প্রকাশে বিলম্ব করছে

১২ ঘণ্টা আগে

রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ ছিলেন, তারা ১৫ বছরের অভিজ্ঞতা ও সংগ্রামের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা একসঙ্গে আন্দোলন করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে নির্দেশনা দেবেন

১২ ঘণ্টা আগে

তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন

১৩ ঘণ্টা আগে