বিব্রতকর পরিস্থিতিতে আছেন মাসুদ কামাল

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৬: ৪৯
Thumbnail image
ছবি: ফাইল

বর্তমান সময়ে আলোচিত সাংবাদিক মাসুদ কামাল বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছেন বলে জানিয়েছেন। তাঁর ফেইসবুক টাইম লাইনে এ নিয়ে তিনি যা লেখেছেন হুবহু তা তুলে ধরা হলো।

ফেসবুক-ইউটিউবে আমার নামে বেশ কিছু পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়েছে। আমি নাকি গ্রেফতার আতঙ্কে ভুগছি, আমাকে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে, দেশ ছেড়ে পালাচ্ছি, জীবননাশের হুমকি দেওয়া হয়েছে-- এরকম অনেক কিছু।

আসলে এসবই ভুয়া। যে ভিডিওটি ছাড়া হয়েছে, শুনতে অনেকটা আমার কণ্ঠের মতোই মনে হয়, সেটাও এআই দিয়ে তৈরি। আমি ওরকম কিছু বলিনি। এধরনের কোনও ফেসবুক পোস্টও আমি দিইনি। যারা এই কাজ করেছেন, তারা অনৈতিক কাজ করেছেন। আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন, আমার ক্ষতি করার চেষ্টা করেছেন।

আমি যদি কিছু বলি, সাহায্য প্রার্থনা করি, সেসব তো আমি আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলেই করব। অন্যদের চ্যানেল বা পেজে কেন করব? ফেসবুকে আমার Masood Kamal নামে একটা অ্যাকাউন্ট ও Kotha নামে একটা পেজ, এবং ইউটিউবে Kotha ও Onno Moncho নামে দুটি চ্যানেল আছে। এর বাইরে অন্য কোনও চ্যানেল বা পেজে এরকম কিছু দেখলে সেটাকে ইগনোর করবেন, প্লিজ।

আর একটা কথা, আমার জানা মতে আমার নামে কোনই মামলা নেই। আমার চরম প্রতিপক্ষও কোনও দুর্নীতির সঙ্গে আমার সংশ্লিষ্টতার কথা বলতে পারবেন না। তাহলে আমার মধ্যে গ্রেফতার আতঙ্ক থাকবে কেন? তারপরও অতীতে আমরা দেখেছি, নিজেদের অপকর্মের জন্য হুমকি মনে করলে সরকার অনেক সময় বিনাকারণেই গ্রেফতার বা হেনস্তা করতে পারে। সেরকম কিছু হলে অবশ্যই আমি আমার চ্যানেলে মাধ্যমেই আপনাদেরকে অবহিত করব।

এই সময়ে যারা আমার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে সকলকে বলছি—আমি ঠিক আছি। আগের মতোই সক্রিয় আছি। আমার জন্য দোয়া করবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

জাতীয় রাজস্ব বোর্ডের কর আইন ও প্রয়োগ বিভাগে সদস্য পদে থাকা এ কে এম বদিউল আলমকে দেশের বাইরে যাত্রা থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

১ দিন আগে

জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করার উদ্দেশ্যে বডি ক্যামেরা ব্যবহার নিয়ে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত হলেও, সাম্প্রতিক পুনর্বিবেচনার পর সংখ্যা কমানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে

১ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার (১৭ নভেম্বর) দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেয়ার নির্দেশ দিয়েছে

২ দিন আগে

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হিসেবে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে

২ দিন আগে