আ.লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ০৪
Thumbnail image

আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক চক্রান্তকারীদের যোগসাজশে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। বলেন, একটি প্রতিবেশি বন্ধু রাষ্ট্র তাদের রেজিম টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার জন্য বিডিআর হত্যাকাণ্ডের নীলনকশা বাস্তবায়ন করেছে।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, ভোটের অধিকার হরণ করার জন্য, নৈরাজ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটনো হয়েছিল।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের বের করতে হবে।’

ভারতের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নামে বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল।

তিনি বলেন, দেশটি পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে নির্লজ্জভাবে আশ্রয় দিয়েছে, তাকে ফিরিয়ে আনতে জোরাল উদ্যোগ নেয়া উচিত। সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদও বিডিআর হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতারা বিডিআরের পোষাক পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন কি না কমিশনের এটি শক্তভাবে তদন্ত করা উচিত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রতিক্রিয়া নিয়ে আরও পড়ুন

দেশের অন্যতম কর্মসংস্থানমুখী ও পুষ্টিসংবেদনশীল খাত হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত পোল্ট্রি শিল্প। ডিম ও মুরগির মতো স্বল্পমূল্যের আমিষ জনগণের পুষ্টি চাহিদা পূরণে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু সম্প্রতি এই শিল্প গভীর সংকটে পড়েছে।

১৪ দিন আগে

স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করতে পাঠানো বিতর্কিত চিঠির জেরে ওএসডি হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে।

২৫ মার্চ ২০২৫

বাংলাদেশসহ পুরো এশিয়া এবং বিশ্বজুড়েই কালো নারীরা বৈষম্যের শিকার। সৌন্দর্যের সংজ্ঞা এখনো অনেক জায়গায় গায়ের রঙের সঙ্গে জুড়ে দেওয়া হয়। শৈশব থেকে শুরু হয় ফর্সা হওয়ার বিভিন্ন টোটকার প্রচলন, সামাজিক অনুষ্ঠানে বারবার কটূক্তির শিকার হতে হয়। চাকরি থেকে বিবাহ প্রতিটি ক্ষেত্রেই কালো রঙের জন্য পেছনে ঠেলে দেওয়ার

০৯ মার্চ ২০২৫

সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে উত্তাপ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

২০ ফেব্রুয়ারি ২০২৫