সম্পত্তি দখলের অভিযোগ, যা বললেন পপি

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২৮
Thumbnail image

সম্প্রতি চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে বাবার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে পপির বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বোন ফিরোজা বেগম। জিডি নং-২১০।

পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান পপি। এ ইস্যুতে নায়িকার বিরুদ্ধে তাঁর মা, ভাই ও বোনদের বিস্তর অভিযোগ। কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন পপি ও তাঁর স্বামী। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।

অবশেষে এবার মুখ খুললেন পপি। সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘৬ কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি। কিন্তু এদের অত্যাচারের জন্য এখনও পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি।’

এ ছাড়া পপির বিরুদ্ধে পেশিশক্তি প্রয়োগ করে জমি দখলের অভিযোগ এনেছে তাঁর মা-বোন। তবে এই অভিযোগ অস্বীকার করে নায়িকা বলেন, ‘আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি ওই জমি নেব, আমার লাগবে।’

পুরো পরিবার পপির উপার্জনে সারাজীবন চলেছে —এ কথা জানিয়ে পপি বলেন, ‘এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা। আমার পরিবারের কেউ কখনও উপার্জন করে খায়নি।

খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি ঘিরে এই পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। জিডির তথ্য অনুযায়ী, পপি তাঁর বাবার (আমির হোসেন) রেখে যাওয়া জমি একাই দখল করতে চান। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ খুলনার সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি এলাকায় উপস্থিত হন পপি। সেখানে গিয়ে জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। বাধা দিলে হুমকির মুখে পড়েন পপির মা ও বোনরা।

প্রসঙ্গত, পুরান ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে চুপিসারে বিয়ে করেন পপি। তাঁদের সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে, নাম আয়াত। বিয়ের পর থেকেই তাঁকে আর চলচ্চিত্রে দেখা যায়নি। এ ছাড়া দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন। সম্প্রতি স্বামী ও সন্তান নিয়ে তাঁর একটি ছবি প্রকাশ্যে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রতিক্রিয়া নিয়ে আরও পড়ুন

৫ আগস্ট ধৈর্য পরবর্তী যে ধৈর্য্য দেখিয়েছেন তা মাথায় রাখতে হবে। ৭৫ পরবর্তী ২০০৭ সাল পর্যন্ত দেশে বিশৃঙ্খলার সুযোগে, বাহিনী প্রধান ক্ষমতা হাতে তুলে নিয়েছে। এবারই ব্যতিক্রম

২৫ দিন আগে

বাঙলাকবিতা থেকে শামসুর রাহমানের প্রস্থান এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে যা কোনো দিন পূরণ হবার নয়।

১৮ আগস্ট ২০২৫

২০১৯ সালের ৫ আগস্ট। ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসান ঘটে। ঐতিহাসিক এই সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্বে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল।

০৪ আগস্ট ২০২৫

আজ হুমায়ন আহমেদের ১৩ তম মৃত্যুবার্ষিকী। আজ তাকে গভীরভাবে স্মরণ করেছেন এ প্রজন্মের জনিপ্রিয় নাট্য শফিকুর রহমান শান্তনু। তাঁর ফেসবুক থেকে তুলে ধরা হলো, কেমন ছিলো হুমায়ন আহমেদের নাটকের চরিত্ররা

১৯ জুলাই ২০২৫