ইতালিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাহিদ ইসলাম নামে (৩৫) এক বাংলাদেশির নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (২৮ মে) রোমের অদূরে মারিনো দি আরদেয়া শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মারিনো দি আরদেয়া এলাকায় আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (পেট্রোল স্টেশনে) দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে তিনি খুন হন।

নাহিদ ইসলামের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে। তিনি ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছেন।

ব্যক্তি জীবনে নাহিদ ইসলাম স্ত্রী সন্তার নিয়ে ইতালিতে থাকতেন। তার ৫ বছর বয়সের ছেলে এবং ৭ মাস বয়সের মেয়ে রয়েছে।

অভিবাসী পরামর্শক এম রহমান লিটন জানান, ছুরিকাঘাতের পর তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টার আসার কিছুক্ষণের মধ্যে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান করেছেন।

এদিকে নাহিদের মৃত্যুর খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্যের প্রার্থনা করেন আল্লাহর কাছে তারা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রবাস নিয়ে আরও পড়ুন

এই নির্বাচনে শহরটিতে বসবাসরত প্রথম কোনো প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম প্রার্থী যিনি কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

২১ আগস্ট ২০২৫

চ্যানেল টোয়েন্টিফোরের সাথে কনটেন্ট চুক্তি সই করল মাইগ্রেশন কনসার্ন লিমিটেড। মঙ্গলবার (১৯ আগস্ট) চ্যানেল টোয়েন্টিফোরের তেজগাঁও অফিসে প্রতিষ্ঠানটির ডিজিটাল টিমের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

২০ আগস্ট ২০২৫

এসময় আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি ও নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

১৩ আগস্ট ২০২৫

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী

১০ আগস্ট ২০২৫