সিডনিতে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের নববর্ষ উদযাপন

প্রতিনিধি
শতদল তালুকদার, সিডনি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রোববার (২৭ এপ্রিল) অস্ট্রেলিয়ার প্রাণকেন্দ্র সিডনিতে Bangladesh Hindu Student Association in Australia (BHSAA)’র বাঙালি শিক্ষার্থীদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাতৃভূমি থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও মাটির টান আর সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসায় এই অনুষ্ঠানের আয়োজন করেন প্রবাসী শিক্ষার্থীরা।

এদিন শুরুতে অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত প্রায় শ’খানেক শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এতে বিভিন্ন ফেস্টুন সম্বলিত চিত্রকর্ম প্রদর্শনের পাশপাশি নাচ-গানের মাধ্যমে ভাবপ্রকাশ করেন র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

এসময় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। পরে এক ফ্যাশন শোর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

অন্নপূর্ণা রায় এবং রনি দেবনাথের সঞ্চালনায় বর্ষবরণের অনুষ্ঠানটি এসময় উপস্থিত সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রবাস নিয়ে আরও পড়ুন

এসময় আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি ও নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

৪ দিন আগে

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী

৮ দিন আগে

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখা।

৮ দিন আগে

আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সমধারা ১২তম কবিতা উৎসবে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে তাদের সমধারা স্মারক, নগদ অর্থ দেওয়া হবে।

৯ দিন আগে