বিদেশিদের ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ বন্ধ করেছে মালয়েশিয়া

প্রতিনিধি
Thumbnail image

বিদেশি নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জের আবেদন প্রক্রিয়া বন্ধ করছে মালয়েশিয়া সরকার। আগামী ১৯ মে থেকে এই নির্দেশনা কার্যকর হবে। ফলে সব বিদেশিকে মালয়েশিয়ার নাগরিকদের মতো নিয়ম অনুযায়ী ড্রাইভিং পরীক্ষাসহ সব প্রচলিত ধাপ অনুসরণ করে লাইসেন্স পেতে হবে।

মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)-এর মহাপরিচালক দাতুক এডি ফাদলি রামলি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

দাতুক এডি ফাদলি রামলি বলেন, ‌‘এই সিদ্ধান্তের মাধ্যমে বিদেশি নাগরিকদের মালয়েশিয়ানদের মতো নিয়ম অনুযায়ী ড্রাইভিং পরীক্ষাসহ সব প্রচলিত ধাপ অনুসরণ করে লাইসেন্স পেতে হবে। এই উদ্যোগ মাদানি সরকারের সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও জনসেবার মান উন্নয়নের অঙ্গীকারের অংশ। এতে বিদেশিদের সড়ক নিরাপত্তা সম্মতি এবং দক্ষতার মান নিশ্চিত করা সম্ভব হবে।’

তবে এই বিধিনিষেধ কূটনৈতিক সদস্য ও ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ (এমএম২এইচ) কর্মসূচির বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

তাছাড়া, যেসব মালয়েশিয়ান নাগরিক এলএমএম লাইসেন্স গ্রহণের আগে বিদেশি ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছেন, তারাও এই নতুন নিয়মের আওতায় আসবেন না।

জেপিজে-এর মহাপরিচালক আরো জানান, যারা কম সময়ের (১২ মাসের কম) জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের জন্য নির্দিষ্ট শর্তসাপেক্ষে গাড়ি চালানোর অনুমতি বহাল থাকবে।

১৯৪৯ সালের জেনেভা ও ১৯৬৮ সালের ভিয়েনা রোড ট্র্যাফিক কনভেনশনের সদস্য দেশগুলোর নাগরিকদের আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (আইডিপি) ব্যবহার করে মালয়েশিয়ায় গাড়ি চালানোর অনুমতি থাকবে।

এছাড়া আসিয়ানভুক্ত দেশগুলোর নাগরিকরা ১৯৮৫ সালের পারস্পরিক স্বীকৃতি চুক্তির অধীনে নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে মালয়েশিয়ায় চালাতে পারবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রবাস নিয়ে আরও পড়ুন

এসময় আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি ও নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

৪ দিন আগে

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী

৭ দিন আগে

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখা।

৮ দিন আগে

আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সমধারা ১২তম কবিতা উৎসবে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে তাদের সমধারা স্মারক, নগদ অর্থ দেওয়া হবে।

৯ দিন আগে