নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ গত প্রায় দেড় মাস ধরে শূন্য রয়েছে। আর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা এই গুরুত্বপূর্ণ সংস্থাটির প্রধান এই পদে অভিভাবক না থাকায় সাংস্কৃতিক কার্যক্রম অনেক ক্ষেত্রে ঝিমিয়ে পড়েছে বলেও মনে করছেন অনেকে।
এমনকি এমন অবস্থার ফলে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ও জরুরি অনেক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলেও মনে কিওরছেন অনেকে। আর এহেন পরিস্থিতিতে সারা দেশের সাংস্কৃতিক অঙ্গন চাঙ্গা ও আরও গতিশীল করতে শূন্য পদ দ্রুত পূরণ করা দরকার।
এর আগে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় মাস খানেক পর গত বছরের ৯ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব নিয়েছিলেন নাট্যনির্দেশক ও গবেষক সৈয়দ জামিল আহমেদ। প্রায় ছয় মাস দায়িত্ব পালনের পর গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করেই তিনি সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে পদত্যাগের ঘোষণা দেন।
পরে সেই সঙ্গে বক্তৃতার মঞ্চেই একাডেমির সচিবের কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন। এরপর পদত্যাগের কারণ উল্লেখ করে সংবাদমাধ্যমে লিখিত বক্তব্যে দেন।
এর আগে গত ৪ মার্চ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আব্দুল মোক্তাদেরের স্বাক্ষর করা এক পত্রে শিল্পকলার সচিবকে মহাপরিচালকের কার্যভার অর্পণ করা হয়। আর সে নির্দেশনা অনুযায়ী শিল্পকলার সচিব তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে মহাপরিচালকের পদ শূন্য থাকা অবস্থাতেই নানামুখী সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও আয়োজন করা হচ্ছে। তবে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা বলছেন, শিল্পকলায় প্রধান অভিভাবক না থাকায় জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রমের গতি কমেছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমও আগের মতো গতি পাচ্ছে না।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ গত প্রায় দেড় মাস ধরে শূন্য রয়েছে। আর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা এই গুরুত্বপূর্ণ সংস্থাটির প্রধান এই পদে অভিভাবক না থাকায় সাংস্কৃতিক কার্যক্রম অনেক ক্ষেত্রে ঝিমিয়ে পড়েছে বলেও মনে করছেন অনেকে।
এমনকি এমন অবস্থার ফলে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ও জরুরি অনেক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলেও মনে কিওরছেন অনেকে। আর এহেন পরিস্থিতিতে সারা দেশের সাংস্কৃতিক অঙ্গন চাঙ্গা ও আরও গতিশীল করতে শূন্য পদ দ্রুত পূরণ করা দরকার।
এর আগে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় মাস খানেক পর গত বছরের ৯ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব নিয়েছিলেন নাট্যনির্দেশক ও গবেষক সৈয়দ জামিল আহমেদ। প্রায় ছয় মাস দায়িত্ব পালনের পর গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করেই তিনি সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে পদত্যাগের ঘোষণা দেন।
পরে সেই সঙ্গে বক্তৃতার মঞ্চেই একাডেমির সচিবের কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন। এরপর পদত্যাগের কারণ উল্লেখ করে সংবাদমাধ্যমে লিখিত বক্তব্যে দেন।
এর আগে গত ৪ মার্চ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আব্দুল মোক্তাদেরের স্বাক্ষর করা এক পত্রে শিল্পকলার সচিবকে মহাপরিচালকের কার্যভার অর্পণ করা হয়। আর সে নির্দেশনা অনুযায়ী শিল্পকলার সচিব তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে মহাপরিচালকের পদ শূন্য থাকা অবস্থাতেই নানামুখী সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও আয়োজন করা হচ্ছে। তবে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা বলছেন, শিল্পকলায় প্রধান অভিভাবক না থাকায় জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রমের গতি কমেছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমও আগের মতো গতি পাচ্ছে না।
"শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।
১ দিন আগে‘‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে ” এই স্লোগানে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান মে দিবস পালিত হয়েছে।
১ দিন আগেমহান মে দিবসে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণিল র্যালি ও শ্রমিক সমাবেশ হয়েছে।
১ দিন আগেময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অভিযান চালিয়ে সাহিত্য সংসদ মঞ্চ ও বিজয়ী পিঠা ঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২ দিন আগে"শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।
‘‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে ” এই স্লোগানে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান মে দিবস পালিত হয়েছে।
মহান মে দিবসে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণিল র্যালি ও শ্রমিক সমাবেশ হয়েছে।
ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অভিযান চালিয়ে সাহিত্য সংসদ মঞ্চ ও বিজয়ী পিঠা ঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।