আজ গোলাম সামদানী কোরায়শীর জন্মদিন

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্যিক গোলাম সামদানী কোরায়শীর ৯৬তম জন্মদিন আজ। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে। তিনি গল্প, উপন্যাস, নাটক ছাড়াও গান ও প্রবন্ধও লিখেছেন। অনুবাদ করেছেন অনেক গুরুত্বপূর্ণ আরবি, ফারসি, উর্দু ও ইংরেজি গ্রন্থ।

ভাষাতত্ত্ববিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর আগ্রহে তিনি বাংলা একাডেমির আঞ্চলিক ভাষার অভিধান রচনায় সহকারী সম্পাদক হিসাবে কাজ করেছেন। তার প্রথম অনুবাদগ্রন্থ ‘কালিলা ও দিমনা’। এরপর তার উল্লেখযোগ্য অনুবাদগ্রন্থ ইবনে খালদুনের কিতাবুল ইবার (দুই খণ্ড), ইকবালের ‘আরমুগানে হেজাজ’ ও জিয়া উদ্দিন বারানীর ‘তারিখ-ই-ফিরোজশাহী’। 

এছাড়াও জন বার্নসের ইংরেজি থেকে ‘আইন আদালতের ভাষায় আরবি ফারসি শব্দ’ ও ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ‘অশাস্ত্রীয় পুরাণ’ তার অন্যতম অনুবাদগ্রন্থ।

উর্দু থেকে অনুবাদ করেন সাদাত হাসান মান্টোর ‘মুঝে ভি শেকায়েত নেহি’। রচনা করেছেন আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস।

মুক্তিযুদ্ধকালীন ‘বুদ্ধিজীবী সংগ্রাম শিবির’ পরে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’, ‘উদীচী’ ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ অসংখ্য সংগঠন ও প্রতিষ্ঠানে নেতৃত্বের ভূমিকা পালন করেন তিনি। গোলাম সামদানী কোরায়শী ১৯৮৭ সালে আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার, ১৯৯০ সালে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

১৯৯১ সালের ১১ অক্টোবর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আরও পড়ুন

এসময় আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি ও নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

৫ দিন আগে

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী

৮ দিন আগে

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখা।

৯ দিন আগে

আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সমধারা ১২তম কবিতা উৎসবে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে তাদের সমধারা স্মারক, নগদ অর্থ দেওয়া হবে।

৯ দিন আগে