পানছড়ি মরাটিলায় বৈসাবীকে ঘিরে উৎসবমুখর বর্ণাঢ্য র‌্যালি

প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image

বৈসুক, বৈসু, সাংগ্রাই, বিঝু ও বৈসাবী এই পাঁচটি নামে পরিচিত পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসাবী উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে আয়োজন করা হয় এ উৎসবমুখর শোভাযাত্রা।

শত শত মানুষের অংশগ্রহণে র‌্যালিটি রঙে ও উৎসবে পরিণত হয়। স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী পোশাকে, বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রায় অংশ নেন। তরুণ-তরুণী, বৃদ্ধ-শিশুসহ সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি র‌্যালিকে প্রাণবন্ত করে তোলে।

র‌লির নেতৃত্ব দেন আয়োজন কমিটির আহ্বায়ক মেলাধন ত্রিপুরা, সদস্য সচিব বাদশা কুমার ত্রিপুরা এবং সদস্য কাখারাং ত্রিপুরা। শোভাযাত্রা শেষে স্থানীয় নদীতে ফুল ভাসিয়ে বিশ্ববাসীর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়।

আয়োজকরা জানান, বৈসাবী শুধু একটি উৎসব নয়—এটি পারস্পরিক সম্প্রীতির প্রতীক, সাংস্কৃতিক ঐতিহ্যের গর্ব এবং সমাজের সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার এক মহতী উপলক্ষ।

বৈসাবীর এই উৎসব পার্বত্য চট্টগ্রামের জনগণের মাঝে শান্তি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আরও পড়ুন

এসময় আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি ও নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

৫ দিন আগে

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী

৮ দিন আগে

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখা।

৯ দিন আগে

আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সমধারা ১২তম কবিতা উৎসবে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে তাদের সমধারা স্মারক, নগদ অর্থ দেওয়া হবে।

৯ দিন আগে