ময়মনসিংহে গুঁড়িয়ে দেওয়া হল সাহিত্য সংসদের মুক্তমঞ্চ

প্রতিনিধি
ময়মনসিংহ
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২০: ৫৩
Thumbnail image
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অভিযান চালিয়ে সাহিত্য সংসদ মঞ্চ ও বিজয়ী পিঠা ঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এগুলো উচ্ছেদ করা হয়।

সাহিত্য সংসদ মঞ্চ ভাঙতে এসে বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। তবে ইজারা না নিয়ে স্থাপনা গড়ে তোলায় বুলডোজার দিয়ে মঞ্চটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের কাঁদতে দেখা গেছে।

স্থানীয় কবি-সাহিত্যিকরা জানান, ১৯৮১ সালে ময়মনসিংহে সাহিত্য সংসদ মঞ্চ প্রতিষ্ঠা করা হয়। এর দুই বছর পর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে সাহিত্য সংসদ মঞ্চ তৈরি করা হয়। কবি-সাহিত্যিকরা এখানে বিভিন্ন উৎসব উদযাপনসহ কবিতা ও সাহিত্যের চর্চা করতেন। হঠাৎ বুলডোজার দিয়ে মঞ্চটি গুঁড়িয়ে দেওয়া হলো।

unnamed (1)

কবি শামীম আশরাফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ময়মনসিংহ সংস্কৃতির নগরীর। এখানে ‘সাহিত্য পল্লি’ করার কথা ছিল। কিন্তু তা হয়নি।’

তিনি আরও বলেন, ‘এখানে সাহিত্যের আয়োজন চলতো। এটা ভাঙা মানে আমাদের মন ভাঙা, আমাদের সাহিত্যের সবকিছু ভেঙে দেওয়া। সাহিত্য সংসদের মঞ্চ ভেঙে দেওয়া মানে, সংস্কৃতিকে ভেঙে দেওয়া।’

সাহিত্য সংসদের মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদী কথা, কবিতা ও গান পরিবেশন করা হবে বলে জানান কবি শামীম আশরাফ।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সুমনা আল মজীদ বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা সাহিত্য সংসদ মঞ্চ ও বিজয়ী পিঠা ঘরসহ পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এগুলোর বৈধ কোনো কাগজপত্র নেই। ইজারা দেওয়া হতো না। তাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আরও পড়ুন

ঝিনাইদহ–কালীগঞ্জ সড়কের ছোট ভাটপাড়া এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

২ দিন আগে

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদের বেড়িবাঁধের মাটি ধসে রণ মালাকার (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের রণচাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

৪ দিন আগে

ঝিনাইদহে এক সড়ক দুর্ঘটনায় তামান্না ইয়াসমিন নামে এক মেডিকেল পরীক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে ঘটনাটি ঘটে।

৫ দিন আগে

নীলফামারীর কিশোরগঞ্জে রোববার (১৪ ডিসেম্বর) সকালে আলুক্ষেতে পানি দিতে রাস্তার ওপর বিছানো পাইপ পিছলে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ঘটনাস্থলেই মারা গেছেন।

৫ দিন আগে