ঈদে বাড়ি যাওয়া হলো না, রাস্তায় বাসচাপায় নিহত সারোয়ার

Thumbnail image

ঈদ আজহা পালন করতে বাড়ি যাওয়ার পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী।

কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সারোয়ার হোসেন (১৫)। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আহতরা একই এলাকার মালেক মিয়া ছেলে আশ্রাফ আলী (২০) ও মারুফ রহমানের মেয়ে জেবিন (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজায়েত। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা থেকে ঈদ উপলক্ষ্যে বাড়িতে ফিরছিল তারা। সকাল সাড়ে ৮টার দিকে পাকুন্দিয়ার মরুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী সারোয়ার হোসেন নিহত হন। এতে গুরুতর আহত হন দুই যাত্রী।

এসআই আরও জানান, দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্ঘটনা নিয়ে আরও পড়ুন

এসময় আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি ও নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

৫ দিন আগে

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী

৮ দিন আগে

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখা।

৯ দিন আগে

আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সমধারা ১২তম কবিতা উৎসবে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে তাদের সমধারা স্মারক, নগদ অর্থ দেওয়া হবে।

৯ দিন আগে