আজ জাতীয় ভোটার দিবস

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২: ৪২
Thumbnail image
ছবি সংগৃহীত

আজ শনিবার জাতীয় ভোটার দিবস উদযাপনে কেন্দ্রীয়ভাবে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে এবং মাঠপর্যায়ে থানা/উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিন সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস ২০২৫-এর কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। এরপর নির্বাচন ভবনের সামনে থেকে সকাল সোয়া ৯টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এবারের প্রতিপাদ্য- ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’। দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে।

বেলা ১১টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবস নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে জাতীয় দৈনিকে ‘বিশেষ প্রকাশনা’ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ টকশো প্রচার করবে।

২০২৪ সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারসহ দেশের মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর গতকাল বলেন, বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হয়। ওই নিয়ম অনুযায়ী আজ ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশেষ আয়োজন নিয়ে আরও পড়ুন

"শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।

২ দিন আগে

‘‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে ” এই স্লোগানে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান মে দিবস পালিত হয়েছে।

২ দিন আগে

মহান মে দিবসে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণিল র‍্যালি ও শ্রমিক সমাবেশ হয়েছে।

২ দিন আগে

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অভিযান চালিয়ে সাহিত্য সংসদ মঞ্চ ও বিজয়ী পিঠা ঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২ দিন আগে