‘কিছু অসাধু পুলিশ খুলনার পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছে’

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: সংগৃহীত

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিনা উস্কানিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়িতে পুলিশ অভিযানের নামে তান্ডব চালিয়ে প্রমাণ করেছে খানজাহান আলী থানার পুলিশ একটি বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত। ৫ আগস্ট পরবর্তী সময়ে এ ধরনের হয়রানী ধৈর্য্যের বাঁধ ভেঙে দিয়েছে। কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই এ ধরনের হয়রানি করা থেকে পুলিশ প্রশাসনকে বিরত থাকার আহবান জানান তিনি ।

গতকাল সোমবার বিকেল ৩টায় নগরীর ফুলবাড়িগেটে ‘বিনা উস্কানিতে খানজাহান আলী থানার অন্তর্গত ওয়ার্ড ইউনিয়ন সমূহের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে ফ্যাসিবাদী আওয়ামী কায়দায় পুলিশের তাণ্ডব, বিনা অপরাধে যুবদল নেতা মামুন ভূঁইয়া পাপনকে গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে প্রশাসনের ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের যে সমস্ত ক্যাডার এখনো চাকুরিতে বহাল আছে তাদেরকে চাকুরিচ্যুত এবং গ্রেফতার পূর্বক বিচারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এড. মনা বলেন, পুলিশী হয়রানী বন্ধ করা না হলে ভবিষতে যে কোন পরিস্থিতির জন্য পুলিশ সদস্যরাই দায়ি থাকবেন। বিএনপি’ ঘুরে দাঁড়ালে অসাধু পুলিশ সদস্যরা পালানোর পথ খুঁজে পাবে না। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত মামুন ভূঁইয়া পাপনের মুক্তি দাবি করেন।

কয়েক দিন ধরে বিএনপি’র নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশী অভিযানের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, খুলনার শান্তিপূর্ণ পরিবেশকে কিছু অসাধু পুলিশ সদস্য অশান্ত করার পাঁয়তারা করছেন। ভবিষতে রাজপথেই সকল অন্যায়-অপরাধের ফায়সালা হবে। বিএনপি নেতা-কর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেলে সামনে এগোনো ছাড়া কোন উপায় থাকবে না।

নগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মোল্লা।

খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক রুবায়েত হোসেন, মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ, সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, বিএনপি নেতা শেখ আব্দুস সালাম, শেখ আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, শওকত হোসেন হিটু, জাহাঙ্গীর হোসেন খোকা, এনামুল হাসান ডায়মন্ড, ইমদাদুল হক, হেলাল শরীফ, রইস উদ্দিন, মামুন সেখ, আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম সোহেল, আল মামুন জুয়েল, মেহেদী হাসান বাপ্পি, মাসুম খান, আলামিন, রাসেল মাহমুদ, চয়ন শরীফ, হাসান মাহামুদ, সৈয়দ ইমরান, হেদায়েতুল­াহ দিপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ, পারভেজ হোসেন মিজান, মাজাহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকিব, সর্দার মাহিম উল হক, এস এম ইউসুফ, মিজানুর রহমান মৃদুল, এস এম ইলিয়াস, আব্দুল আহাদ শাহীন, মোঃ সাকিল আহমেদ, আরিফুল ইসলাম টুকু, মোঃ ফারুক হোসেন,আল আমিন হোসেন লিটন, নাজিম উদ্দিন শামীম, রাজু আহমেদ, আবু সালেহ শিমুল, ইয়াসিন গাজী, সাজ্জাদ হোসেন রিপ্পি, আব্দুস সালাম, নাম্মিন হোসেন মারজান, কাজী সালমান মেহেদী, রবিউল ইসলাম, আমিনুজ্জামান সুজন, ইসমাইল হোসেন, আরিফ মোল­া তুর্য, মোঃ হানিফ আকাশ, রাব্বি চৌধুরী, মানিক হোসেন মিরাজ, খালিদ বিন ওয়ালিদ শোভন ও জুবায়ের হাসান রাফি প্রমুখ। সমাবেশ শেষে ফুলবাড়ীগেট বিক্ষোভ মিছিল শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

মির্জা ফখরুল মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং রাত ১১টা পর্যন্ত গুলশানে একটি বৈঠকে অংশ নেন। এরপর তিনি অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়

৩ ঘণ্টা আগে

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

১৩ ঘণ্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, “এই ডাকসু নির্বাচনে যাতে ছাত্রদল মনোনয়নপত্র কিনতে না পারে সেজন্য মব তৈরি করে বাধা দেয়া হচ্ছে, সেখানে মব সৃষ্টি করা হল কেন।”

১৫ ঘণ্টা আগে

কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া এনসিপির নেতাদের উদ্দেশ করে বলেছেন,দেশ প্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কটাক্ষ সহ্য করা হবে না। আমাদের সেনাবাহিনীর জাতিসংঘে গিয়ে বিশ্ববাসীর সুনাম কুড়িয়েছে।

১৬ ঘণ্টা আগে