পিআর পদ্ধতির জন্য দেশের মানুষ এখনও প্রস্তুত নয়- রিজভী

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: ফাইল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির জন্য দেশের মানুষ এখনও প্রস্তুত নয় । এই ব্যবস্থা যদি প্রবর্তন করতে চাই, তাহলে আমাদের সমাজ অতটা প্রস্তুত হয়।

আজ বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক দেশে পিআর আছে, কিন্তু গরীব অর্থনীতিতে সাস্টেইন করতে পারে। আমাদের দেশের মানুষ এখনো এই ব্যবস্থার সঙ্গে পরিচিত না। আমাদের সমাজ ওই স্তরে নেই, যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ আছে। এখন যারা এই কথা বলছেন, আমার মনে হয় এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আছে বলে মনে করি না’।

রিজভী বলেন, নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন । তিনি বলেন, ‘সেই রাজনৈতিক দলটি নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পাঁয়তারা করছেন বা বিভিন্ন মাস্টারপ্ল্যান করে যাচ্ছেন। এটা মানুষের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না।’

তিনি বলেন, ‘নিজেদেরটা আড়াল করে, বানোয়াট গল্প-কাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতির মধ্যে ভোগেন এবং ন্যূনতম রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই, তারা এই কাজ করতে পারেন।’

তিনি আরো বলেন, ‘চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি— তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।’ এ ঘটনায় নিন্দা জানিয়েছে তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘বিএনপির নামে বা এর অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি প্রকাশে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে, কারও পদ স্থগিত করা হচ্ছে, শোকজ করা হচ্ছে, আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে

৪২ মিনিট আগে

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সামাজিক অশান্তি দূরীকরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান

১ ঘণ্টা আগে

সালাহউদ্দিন আহমদ জানান, বেশ কিছু বিষয়ে অসামঞ্জস্যতা থাকার পাশাপাশি জুলাই সনদে কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। ফলে সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে বিএনপি মতামত জানাবে

১ দিন আগে

৭ আগস্ট (রোববার) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে নরসিংদী জেলা, টাঙ্গাইল জেলা, পটুয়াখালী জেলা ও গাজীপুর মহানগর ইউনিটের সুপার ফাইভ এবং এই চার জেলায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে

১ দিন আগে