ফখরুলের সতর্কবার্তা

“এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে”

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২: ৪৭
Thumbnail image
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা পুনর্নির্মাণের সময় নতুন করে হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, “গত পরশু একটি হত্যাচেষ্টা হয়েছে এবং এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।”

ফখরুল জানান, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের সহযোগী দোসরদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে। এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড, যার উদ্দেশ্য ছিল দেশের মেধাশক্তি ধ্বংস করা।

“আজও আমরা সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করি এবং স্বাধীনতার চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেই,”

তিনি যোগ করেন।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। তাঁর পক্ষ থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এদিন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়েছে। ফখরুল প্রতিশ্রুতি দেন, দল যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

বিএনপি ক্ষমতায় গেলে খুলনা শিল্পাঞ্চলসহ দেশের সব বন্ধ পাটকল আধুনিকায়ন করে চালু করা হবে এবং এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

১ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঝিনাইদহে রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে। জেলার ৪টি আসনের মধ্যে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি শুধু ঝিনাইদহ-৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে, ফলে বাকী ৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ও কর্মীদের মধ্যে উৎকণ্ঠা বির

২ ঘণ্টা আগে

সাতক্ষীরায় জামায়াত দলীয় প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় যশোর জেলায় কর্মরত এএসআই মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

১ দিন আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

১ দিন আগে