ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ০৯ মে ২০২৫, ১৭: ১৮
Thumbnail image

অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও মো. সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার (৯ মে) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিঠিতে ৩২ জনকে উপদেষ্টা ও ৬৮ জনকে সদস্য করা হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মো. জহিরুল হক খোকনকে। সহসভাপতি পদে রয়েছে সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সহ-সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান মঞ্জু, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম খান রুমা, সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সহ-সভাপতি মো. জসীম উদ্দিন রিপন, সহ-সভাপতি মো. নজির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. মলাই মিয়া, সহ-সভাপতি আবু শামীম মো. আরিফ, সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সহ-সভাপতি মো. ইলিয়াস, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আল-বাকী, সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি ডা. মো. মেজবাহউদ্দিন চৌধুরী

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো, আলী আজম। যুগ্ম সম্পাদক হলেন বেলাল উদ্দিন সরকার তুহিন, যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক আজিম, যুগ্ম সম্পাদক মনির হোসেন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে গিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ কচুর পাতার পানি নয়।সেটা সিদ্ধ হবে, না নিষিদ্ধ হবে; রায় দেয়ার মালিক হচ্ছে দেশের জনগণ।

১৫ ঘণ্টা আগে

বিলম্বে হলেও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনন্দিত বলে মন্তব্য করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব।

১৫ ঘণ্টা আগে

আন্তর্জাতিক আদালতের আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন । তিনি বলেছেন, এই দাবি ফেব্রুয়ারিতেই করেছিল বিএনপি। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই আমাদের মূল শক্তি।

১৭ ঘণ্টা আগে