রাত পোহালে রামপাল উপজেলা বিএনপি'র দ্বিবার্ষিক নির্বাচন

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

দীর্ঘ দুই যুগেরও পর মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা বিএনপি'র দ্বিবার্ষিক নির্বাচন হতে হচ্ছে। স্বৈরাচার সরকারের পতনের পরে উৎসবমুখর পরিবেশে এবার বিএনপি'র নেতাকর্মীরা প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন।

বিএনপি'র নেতৃবৃন্দ জানান, তারেক রহমানে নির্দেশনায় সারাদেশে তৃণমূল বিএনপি সরাসরিভাবে ভোট দানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন চলছে। এরই ধারাবাহিকতায় রামপাল উপজেলার ১০ টি ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও দুইজনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি ১০ ইউনিয়নে মোট ৭১০ জন কাউন্সিলর তাদের ভোট প্রয়াগ করবেন। প্রার্থীরা বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছেন। টানা এক সপ্তাহের প্রচারণা শেষে মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলার শ্রীফলতলা নতুন রাস্তার মোড়ে ভোট প্রয়োগ করবেন।

উপজেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন ছাতা প্রতীক নিয়ে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বহু মামলার আসামি বার বার কারাবরণকারী নেতা মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম) প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ার প্রতীক নিয়ে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব বহু মামলার আসামি ও বার বার কারাবরণকারী নেতা কাজী জাহিদুল ইসলাম আনারস প্রতীত নিয়ে। সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আলতাফ হোসেন বাবু। স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম মোস্তফা কামাল। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন প্রার্থী। এর মধ্যে পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন তালা প্রতীক নিয়ে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বার বার কারাবরণকারী নেতা মো. মাসুদুর রহমান পিয়াল হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো. জাহিদুর রহমান টুটুল মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমাজসেবক মো. আল আমিন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাপ ফুল নিয়ে। স্বতন্ত্রভাবে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বই প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মো আবু বকার সিদ্দিক। সকলেই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

বিএনপির দলীয় কাউন্সিলে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী এম, এ সালামসহ নেতৃবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫ ঘণ্টা আগে

এই মনোনয়ন প্রাপ্তি আমার প্রতি জাতীয়তাবাদী দল বিএনপির আস্থা ও তৃণমূলের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করি

১৫ ঘণ্টা আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় নেই ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। এ বিষয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন তিনি

১৬ ঘণ্টা আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে নীলফামারীর চারটি আসনের মধ্যে দুইটি আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি

১৬ ঘণ্টা আগে