পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলা, পৌর, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের চার নেতাকে বহিষ্কারের পর এবার দলটির উপজেলা, পৌর ও কলেজ শাখার চার ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে দলটির দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদার) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পোস্ট করা হয়। পরে সেই নোটিশটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখার অধীন বোদা উপজেলা, বোদা পৌর এবং বোদা পাথরাজ সরকারি কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
কারণ নোটিশ পাওয়া নেতারা হলেন, বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান রম্য, বোদা পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না।
তবে শোকজ নোটিশ হাতে না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেখে ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জেনেছেন এই চার নেতা। দলীয় শৃঙ্খলা মেনে নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দেবেন বলেও জানান নেতারা। তবে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব ও বক্তব্য দেয়ার কারণে শোকজ করা হয়েছে বলে মনে করছেন শোকজ হওয়া চার নেতা।
বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল বলেন, শোকজের বিষয়ে বিভিন্ন মাধ্যমে জেনেছি। বাকী নেতারাও জেনেছেন। আমরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। নির্ধারিত সময়ের মধ্যে আমরা নোটিশের জবাব দিবো।
পরে তাদেরকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার ও তাদেরকে স্বপদে বহাল রাখার দাবিতে গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বোদা উপজেলা, পৌর ও পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদল। সমাবেশে শোকজ নোটিশ পাওয়া চার নেতা বক্তব্য রাখেন।
পঞ্চগড়ের বোদা উপজেলা, পৌর, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের চার নেতাকে বহিষ্কারের পর এবার দলটির উপজেলা, পৌর ও কলেজ শাখার চার ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে দলটির দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদার) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পোস্ট করা হয়। পরে সেই নোটিশটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখার অধীন বোদা উপজেলা, বোদা পৌর এবং বোদা পাথরাজ সরকারি কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
কারণ নোটিশ পাওয়া নেতারা হলেন, বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান রম্য, বোদা পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না।
তবে শোকজ নোটিশ হাতে না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেখে ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জেনেছেন এই চার নেতা। দলীয় শৃঙ্খলা মেনে নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দেবেন বলেও জানান নেতারা। তবে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব ও বক্তব্য দেয়ার কারণে শোকজ করা হয়েছে বলে মনে করছেন শোকজ হওয়া চার নেতা।
বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল বলেন, শোকজের বিষয়ে বিভিন্ন মাধ্যমে জেনেছি। বাকী নেতারাও জেনেছেন। আমরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। নির্ধারিত সময়ের মধ্যে আমরা নোটিশের জবাব দিবো।
পরে তাদেরকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার ও তাদেরকে স্বপদে বহাল রাখার দাবিতে গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বোদা উপজেলা, পৌর ও পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদল। সমাবেশে শোকজ নোটিশ পাওয়া চার নেতা বক্তব্য রাখেন।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ছয়জন নেতা–কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
৮ ঘণ্টা আগেআওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে
১৩ ঘণ্টা আগেআধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে
১৫ ঘণ্টা আগেসভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সামাজিক অশান্তি দূরীকরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান
১৫ ঘণ্টা আগেসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ছয়জন নেতা–কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে
আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সামাজিক অশান্তি দূরীকরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান