অনলাইন ডেস্ক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার বাসায় হামলার বিষয়ে চলমান বিতর্কের মধ্যে একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুনভাবে ভাইরাল হয়েছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এই ভিডিওটি সাম্প্রতিক হামলার কোনো দৃশ্য নয়, এটি গত বছর আগস্টে রুমিন ফারহানার বাসায় আওয়ামী সরকারের সময় ঘটে যাওয়া হামলার ভিডিও।
প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে মূল ধারার গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের লোগো লক্ষ্য করা যায়। পরবর্তীতে চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট ‘রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
রিউমর স্ক্যানার জানায়, ভিডিওতে রুমিন ফারহানা হামলাকারীদের সম্পর্কে বলছেন, ‘তারা ইতোমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে।’ এ থেকে প্রতীয়মান হয় তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠনকে বুঝিয়েছেন। এ ছাড়া ৩ আগস্ট রাতে একদল যুবক লাঠি হাতে তার বাসার সামনে গিয়ে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এ হামলা সংক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন শেয়ার করেছেন।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তা ছাড়া পুরোনো এই ঘটনার সঙ্গে ছাত্রশিবির বা সমন্বয়কদের সংশ্লিষ্টতার অভিযোগও রুমিন ফারহানা বা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। সুতরাং পুরোনো ভিডিওকে রুমিন ফারহানার বাসায় সাম্প্রতিক হামলার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার বাসায় হামলার বিষয়ে চলমান বিতর্কের মধ্যে একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুনভাবে ভাইরাল হয়েছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এই ভিডিওটি সাম্প্রতিক হামলার কোনো দৃশ্য নয়, এটি গত বছর আগস্টে রুমিন ফারহানার বাসায় আওয়ামী সরকারের সময় ঘটে যাওয়া হামলার ভিডিও।
প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে মূল ধারার গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের লোগো লক্ষ্য করা যায়। পরবর্তীতে চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট ‘রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
রিউমর স্ক্যানার জানায়, ভিডিওতে রুমিন ফারহানা হামলাকারীদের সম্পর্কে বলছেন, ‘তারা ইতোমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে।’ এ থেকে প্রতীয়মান হয় তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠনকে বুঝিয়েছেন। এ ছাড়া ৩ আগস্ট রাতে একদল যুবক লাঠি হাতে তার বাসার সামনে গিয়ে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এ হামলা সংক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন শেয়ার করেছেন।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তা ছাড়া পুরোনো এই ঘটনার সঙ্গে ছাত্রশিবির বা সমন্বয়কদের সংশ্লিষ্টতার অভিযোগও রুমিন ফারহানা বা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। সুতরাং পুরোনো ভিডিওকে রুমিন ফারহানার বাসায় সাম্প্রতিক হামলার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন এবং দলীয় নেতাকর্মীরা শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে সকল নির্বাচনী ব্যানার ও ফেস্টুন সরানো শুরু করেছেন। পৌর শহরের বাসস্ট্যান্ড গোলচত্বরসহ গুরুত্বপূর্ণ সড়কজুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
১৪ ঘণ্টা আগে
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে, তার বাম কানের নিচে গুলি লেগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
১৮ ঘণ্টা আগে
ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। জুমার নামাজ পড়ে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে।
১৯ ঘণ্টা আগে
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাহউদ্দিন হলেও সীতাকুণ্ডে নতুন রাজনৈতিক দৃষ্টিকোণ তৈরি হয়েছে। মনোনয়ন বঞ্চিত লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে সাবেক চসিক মেয়র মনজুর আলম মঞ্জুর নাম নতুন প্রার্থী হিসেবে উঠে আসছে।
২ দিন আগেঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন এবং দলীয় নেতাকর্মীরা শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে সকল নির্বাচনী ব্যানার ও ফেস্টুন সরানো শুরু করেছেন। পৌর শহরের বাসস্ট্যান্ড গোলচত্বরসহ গুরুত্বপূর্ণ সড়কজুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে, তার বাম কানের নিচে গুলি লেগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। জুমার নামাজ পড়ে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাহউদ্দিন হলেও সীতাকুণ্ডে নতুন রাজনৈতিক দৃষ্টিকোণ তৈরি হয়েছে। মনোনয়ন বঞ্চিত লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে সাবেক চসিক মেয়র মনজুর আলম মঞ্জুর নাম নতুন প্রার্থী হিসেবে উঠে আসছে।