রুমিন ফারহানার বাসায় হামলার বিষয়ে যা জানা গেল

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ০৩
Thumbnail image
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার বাসায় হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার বাসায় হামলার বিষয়ে চলমান বিতর্কের মধ্যে একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুনভাবে ভাইরাল হয়েছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এই ভিডিওটি সাম্প্রতিক হামলার কোনো দৃশ্য নয়, এটি গত বছর আগস্টে রুমিন ফারহানার বাসায় আওয়ামী সরকারের সময় ঘটে যাওয়া হামলার ভিডিও।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে মূল ধারার গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের লোগো লক্ষ্য করা যায়। পরবর্তীতে চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট ‘রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

রিউমর স্ক্যানার জানায়, ভিডিওতে রুমিন ফারহানা হামলাকারীদের সম্পর্কে বলছেন, ‘তারা ইতোমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে।’ এ থেকে প্রতীয়মান হয় তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠনকে বুঝিয়েছেন। এ ছাড়া ৩ আগস্ট রাতে একদল যুবক লাঠি হাতে তার বাসার সামনে গিয়ে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এ হামলা সংক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন শেয়ার করেছেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তা ছাড়া পুরোনো এই ঘটনার সঙ্গে ছাত্রশিবির বা সমন্বয়কদের সংশ্লিষ্টতার অভিযোগও রুমিন ফারহানা বা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। সুতরাং পুরোনো ভিডিওকে রুমিন ফারহানার বাসায় সাম্প্রতিক হামলার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে বেশকিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়

১ দিন আগে

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে বিএনপির একাংশের নেতা-কর্মীরা মশাল মিছিল করে অর্ধদিবস হরতালের ডাক দেন। সেই হরতালের সমর্থনের মিছিল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে

১ দিন আগে

সম্প্রতি ঘোষিত নকলা উপজেলা সমন্বয় কমিটি অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য প্রধান সমন্বয়কারীর নেতৃত্বে গঠিত হওয়ায় তারা কমিটি প্রত্যাখান করছেন। সেই সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন

১ দিন আগে