ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৫: ৪৯
Thumbnail image
ইশরাক হোসেন। ফাইল ছবি

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে জয়ী ঘোষণা করেছেন আদালত।

নৌকা প্রতীক নিয়ে শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের এক মামলায় এ রায় ঘোষণা করেন আদালত।

ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। ইশরাক হোসেনকে মেয়র হিসেব ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন এবং দলীয় নেতাকর্মীরা শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে সকল নির্বাচনী ব্যানার ও ফেস্টুন সরানো শুরু করেছেন। পৌর শহরের বাসস্ট্যান্ড গোলচত্বরসহ গুরুত্বপূর্ণ সড়কজুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

১৪ ঘণ্টা আগে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে, তার বাম কানের নিচে গুলি লেগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

১৮ ঘণ্টা আগে

ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। জুমার নামাজ পড়ে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে।

১৯ ঘণ্টা আগে

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাহউদ্দিন হলেও সীতাকুণ্ডে নতুন রাজনৈতিক দৃষ্টিকোণ তৈরি হয়েছে। মনোনয়ন বঞ্চিত লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে সাবেক চসিক মেয়র মনজুর আলম মঞ্জুর নাম নতুন প্রার্থী হিসেবে উঠে আসছে।

২ দিন আগে