পঞ্চগড়-২ আসনে বি.এন.পি প্রার্থীর গণসংযোগ

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ গণসংযোগ শুরু করেছেন।

তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রার্থীতা জানান এবং ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন।

সোমবার (১০ নভেম্বর) তিনি বোদা পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডে ভোটারদের সঙ্গে সরাসরি মিলিত হন, লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের দুঃখ-সুখ শোনেন। প্রচারণা বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ব্যাপক সাড়া জাগিয়েছে, বিশেষ করে মহিলা ভোটাররা এতে আগ্রহ দেখাচ্ছেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা নগদ অর্থ, ফ্রি চিকিৎসা এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনের শিক্ষা সুবিধা দেবে। ক্ষমতা গ্রহণের ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহসহ সমবায় সমিতির মাধ্যমে সংগঠন, আধুনিক চাষাবাদ ও ন্যায্য বিপণন ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজি দমন, ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতা, কৃষি ও শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার গঠন করলে এই কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হবে এবং বোদা-দেবীগঞ্জসহ সারা দেশে দৃশ্যমান উন্নয়ন ও পরিবর্তন আসবে।

গণসংযোগে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

“সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি”

১৬ ঘণ্টা আগে

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা

২০ ঘণ্টা আগে

২৬-কুড়িগ্রাম-২(রাজার হাট, কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ আজ সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১ নং নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার ও গোরকমন্ডলের আনন্দ বাজারে নির্বাচনী প্রচার-প্রচারণা করেন।

২ দিন আগে

বগুড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ তোলেন, অতীতের নির্বাচন–পরিস্থিতি ও রাষ্ট্রীয় অর্থ লোপাটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক অনিয়ম হয়েছে।

২ দিন আগে