ত্রিপুরা নেতারা তাদের জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করেনি: ওয়াদুদ ভূইয়া

প্রতিনিধি
খাগড়াছড়ি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২১: ৩১
Thumbnail image
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়া নিজেদের ভাগ্য পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানিয়ে বলেন, বিগত দিনে খাগড়াছড়ির ত্রিপুরা নেতারা তাদের জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করেনি। এরা ব্যস্ত ছিল নিজেদের সম্পদের পাহাড় গড়তে।

তিনি আজ রোববার বিকালে খাগড়াছড়ি টাউন হলে ত্রিপুরা সম্প্রদায়ের হেডম্যান-কার্বারী ও গণমান্য ব্যক্তিবর্গে এক সমাবেশে এ কথা বলেন।

WhatsApp Image 2025-04-06 at 19.47.10_fd4974af

পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরা জনগোষ্ঠীর উন্নয়নে ত্রিপুরা সংসদ করেছিল। বিএনপির যখন ক্ষমতায় ছিলো ত্রিপুরা সম্প্রদায়ের উন্নয়নে কাজ করেছে। অথচ বিগত সরকারের আমলে ত্রিপুরা সম্প্রদায়ের একাধিক মন্ত্রী-এমপি থাকলেও তারা নিজ সম্প্রদায়ের জন্য কিছুই করেনি। ওরা শুধু নিজেরা সম্পদের পাহাড় বানিয়েছে।

বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষষদের কেন্দ্রীয় সভাপতি ক্ষণি রঞ্জন ত্রিপুরার সভাপতি সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি কার্বারী এসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এডভোকেট শুভ্র দেব ত্রিপুরা,মণীন্দ্র কিশোর ত্রিপুরা ও নারায়ণ ত্রিপুরা প্রমূখ।

সমাবেশে জেলার সহ¯্রাধিক ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত বলেছেন, “আমি সংসদ সদস্য হতে নয়, ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি। ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত দলকে শক্তিশালী করতে না পারলে এমপি হওয়ার কোনো মানে নেই। আমি আপনাদের নিয়ে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই।

১৭ ঘণ্টা আগে

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জনপ্রিয় চিকিৎসক এবং ‘গরিবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন ও মনোনয়নবঞ্চিত নেতা ডা. মো. শহিদুল আলমের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা সহ ৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১৭ ঘণ্টা আগে

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও হেলিকপ্টারে করে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন

২০ ঘণ্টা আগে