ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে কথা বলার সময় ফজলুর রহমানের ‘জুলাই গণঅভ্যুত্থানে জামায়াত-শিবিরের ভূমিকা’ নিয়ে একটি বক্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন।

চিঠিতে বলা হয়, ‘গত ২৪ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) স্মারকে আপনার নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল (২৫ আগস্ট) (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) স্মারকে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ (২৬ আগস্ট) কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।’

এতে বলা হয়, ‘তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

চিঠিতে আরও বলা হয়, ‘এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

দীর্ঘ দুই সপ্তাহের তৎপরতা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে তিনি সিলেট হয়ে সরাসরি হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে

২ ঘণ্টা আগে

নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ

২ দিন আগে

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

২ দিন আগে

দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে যাত্রা করে তিনি প্রথমে সিলেট হয়ে বেলা ১১টার পর ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কন্যাও থাকবেন।

২ দিন আগে