বাংলাদেশে ফ্যাসিস্টের পুনরুত্থান হতে দেয়া হবেনা: ব্যারিস্টার নওশাদ

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন ফ্যাসিস্ট আওয়ামীলীগকে জানতো যে তারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত। তারা জানতো তারা কোনদিনই ভোট পাবে না।

শনিবার(৩০ আগস্ট) পঞ্চগড় জেলার বিএনপির আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্‌বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তাই তারা গণতন্ত্র কেড়ে নিয়ে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ভোটকে তারা ভয় পেতো। তাই তারা এই দেশ থেকে ভোটের ব্যবস্থায় উঠিয়ে দিয়েছিলো। এবার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে ফিরে আসবে।

পঞ্চগড় জেলার তৃণমূল বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ঐক্য থেকে দুরে সরে আসছি। লিডার শীপ এটা একটা আমানাত। এটাকে রক্ষা করতে হবে।

এসময় তিনি বলেন, আমাদের একটা জায়গায় নিশ্চিতভাবে একসঙ্গে থাকতে হবে। আমরা কোন ভাবেই বাংলাদেশে আর ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেবোনা। বিএনপিকে ভোট দেয়ার জন্য মানুষ বসে আছে। এই দেশের মানুষ অপেক্ষা করছে কখন নির্বাচন হবে আর কখন ধানের শিষে ভোটটা দিবে। আমাদের আচরণ যদি ঠিক রাখতে পারি তাহলে আগামী ফ্রেব্রুয়ারীতে যে নির্বাচন হবে তাতে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমী।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল,সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক নুরুল আলম মোল্লা সহ তৃণমূল বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

১১ ঘণ্টা আগে

এই মনোনয়ন প্রাপ্তি আমার প্রতি জাতীয়তাবাদী দল বিএনপির আস্থা ও তৃণমূলের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করি

১১ ঘণ্টা আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় নেই ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। এ বিষয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন তিনি

১১ ঘণ্টা আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে নীলফামারীর চারটি আসনের মধ্যে দুইটি আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি

১২ ঘণ্টা আগে