নরসিংদী জেলা বিএনপির মাঝরাতের মডেল নির্বাচনে সভাপতি খোকন, সম্পাদক মনজুর এলাহী

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে পুনরায় নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও মনজুর এলাহীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছে তৃণমূল ভোটাররা। তবে মাঝরাতের মডেল এই নির্বাচনে ভোটের আকস্মিক এই সিদ্ধান্তের পর প্রার্থী ও ভোটাররা বিব্রতকর অবস্থায় পরে যান। কারণ তারা জানেন না এ প্রতিযোগিতায় প্রার্থী কারা। সভাপতি পদে শুধু মাত্র খায়রুল কবীর খোকন নিশ্চিত থাকলেও অন্য কোন পদেই কাউকে নিশ্চিত হয়ে ভোট দিতে পারেননি ভোটাররা। সে কারণে একই ব্যক্তি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট পাওয়ার নতুন নজির সৃষ্টি হয়েছে।

নির্বাচনে মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।

সভাপতি পদে খায়রুল কবীর খোকন ১৫৯ ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনজুর এলাহী ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তবে সভাপতি পদেও এলাহীও ৪১ টি ভোট পেয়েছেন।

নরসিংদী জেলা বিএনপির নেতাকর্মীরা জানান,গতকাল শনিবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ এই সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভাশেষে সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কমিটি গঠন করার লক্ষ্যে গোপন ভোটের ঘোষণা করেন তারেক রহমান। গভীর রাতে তৃণমূল নেতাদের ভোটের মাধ্যমে পরে তারা নির্বাচিত হন।

সভাপতি পদে সর্দার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ৮৯ ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে হারুন অর রশীদ হারুন পেয়েছেন ৩৯ ভোট। জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়েছেন।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট পেয়েছেন। এ বিষয়ে ইঞ্জিনিয়ার বকুল বলেন,আসলে এখানে প্রার্থী হওয়ার কারো কোন সুযোগ ছিল না। ভোটাররা ভালোবেসে নেতাদের ভোট দিয়েছেন। সে কারণে ভোটাররা দুই পদেই আমাকে ভোট দিয়েছেন বলে শুনেছি। তবে কত ভোট পেয়েছন তা তিনি জানাতে পারেননি এ প্রতিবেদক কে। মনোহরদীর এক ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, এমন নির্বাচন আগে দেখিনি। যেখানে প্রার্থী হওয়ার কোনো সুযোগ ছিল না। এমনকি প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইতে পারেননি। কেউ প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় সভায় সকলের গোপন মতামতের মাধ্যমে সভাপতি পদে খায়রুল কবির খোকন-কে সভাপতি এবং মঞ্জুর এলাহী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জেলার ৭১ ইউনিয়ন,৬ টি পৌরসভা ও ৭টি থানার মোট ভোটার সংখ্যা ২৯৩ জন।

এদিকে অনেক ইউনিয়নে কোনো কমিটিই নেই বলে জানা গেছে। তারপরও এমন ইউনিয়ন থেকে ভোট দিয়েছেন ভোটাররা। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহবায়করাও ভোটার দিয়েছেন। এছাড়া কাগজে কলমে শিবপুরের পুটিয়া ইউনিয়নের ভাঙ্গা কমিটির নেতারাও ভোট দিয়েছেন। এসব ভোটারদের ভোট দেয়া নিয়ে রাতেই নেতাকর্মীদের মাঝে নানা আলোচনা ও সমালোচনা শুনা গেছে।

সভাটি সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত সাত্তার পাটোয়ারী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

মির্জা ফখরুল মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং রাত ১১টা পর্যন্ত গুলশানে একটি বৈঠকে অংশ নেন। এরপর তিনি অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়

৩ ঘণ্টা আগে

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

১৩ ঘণ্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, “এই ডাকসু নির্বাচনে যাতে ছাত্রদল মনোনয়নপত্র কিনতে না পারে সেজন্য মব তৈরি করে বাধা দেয়া হচ্ছে, সেখানে মব সৃষ্টি করা হল কেন।”

১৫ ঘণ্টা আগে

কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া এনসিপির নেতাদের উদ্দেশ করে বলেছেন,দেশ প্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কটাক্ষ সহ্য করা হবে না। আমাদের সেনাবাহিনীর জাতিসংঘে গিয়ে বিশ্ববাসীর সুনাম কুড়িয়েছে।

১৬ ঘণ্টা আগে