নিজস্ব প্রতিবেদক
নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠকে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। বুধবার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ অসন্তোষের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, "প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট রোডম্যাপ দেননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। অথচ আমরা পরিষ্কারভাবে বলেছি, ডিসেম্বরই নির্বাচনের কাট-অফ সময়।"
ফখরুল আরও জানান, এ বিষয়ে দলের ফোরামে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবে বিএনপি।
এই প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "গণতন্ত্রের পথে যাত্রা করে উল্টো পথে হাঁটার কোনো সুযোগ নেই। যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানানো হয়, তখন যদি জুন পর্যন্ত সময় টানা হয়- তাতে তো দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার ইঙ্গিতই পাওয়া যায়। এটা গণতন্ত্রের জন্য শুভ নয়।"
তিনি প্রশ্ন তোলেন, যে গণতন্ত্র আর ভোটাধিকারের জন্য মানুষ প্রাণ দিল, আন্দোলন করল- সেই গণতন্ত্র ফিরিয়ে দিতে বাধা কোথায়? ডিসেম্বর থেকে জুনে ভোট পিছিয়ে দেওয়ার সুবিধাভোগী কারা? অস্থিরতা তৈরির এই প্রয়াস কার স্বার্থে?”
বৈঠকে এসব বিষয় নিয়েই আলোচনা হবে বলে আগেই জানান এই বিএনপি নেতা।
নির্বাচনের সময়সূচি নিয়ে ধোঁয়াশা থাকায় বিএনপির নীতিনির্ধারণী ফোরামে ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। দলটির অভিযোগ, æসংস্কার” ইস্যুকে সামনে এনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোট বিলম্বিত করা হচ্ছে।
বিএনপির অবস্থান স্পষ্ট- যথাযথ রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে। এ দাবিতে তাদের সঙ্গে ঐক্যমত্যে রয়েছে সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দল, এমনকি বামধারার দলগুলোরও সমর্থন আছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামি, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও কিছু ইসলামপন্থি দলের দাবি- আগে সংস্কার, পরে নির্বাচন। তবে প্রশ্ন হচ্ছে, সংস্কার ছোট হবে না বড়- এই বিতর্কও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, æপ্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর, অন্য একজন বলছেন জুন, আবার কেউ বলছেন এই সরকার পাঁচ বছর থাকবে। আরেক উপদেষ্টা বলছেন, তারা নির্বাচিত! সরকারের ঘনিষ্ঠ একজন আবার মন্তব্য করেছেন- গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ সৃষ্টি হয়। এই বৈপরীত্য জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।”
তিনি বলেন, æএসব বক্তব্যে মনে হচ্ছে- নির্বাচন নিয়ে সরকারের কোনো ঐক্যমত্য নেই। এতে জনগণের আস্থা ও আগ্রহ দুই-ই কমছে।”
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন।
এর আগে, গত ২৩ মার্চ এই কমিশনে সংস্কার ইস্যুতে লিখিত মতামত জমা দেয় বিএনপি।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন চলতি বছরের ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দল ও জোটকে ১৬৬টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব সংবলিত একটি 'স্প্রেডশিট' পাঠায় মতামত চেয়ে। সেই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই বৃহস্পতিবারের এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠকে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। বুধবার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ অসন্তোষের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, "প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট রোডম্যাপ দেননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। অথচ আমরা পরিষ্কারভাবে বলেছি, ডিসেম্বরই নির্বাচনের কাট-অফ সময়।"
ফখরুল আরও জানান, এ বিষয়ে দলের ফোরামে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবে বিএনপি।
এই প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "গণতন্ত্রের পথে যাত্রা করে উল্টো পথে হাঁটার কোনো সুযোগ নেই। যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানানো হয়, তখন যদি জুন পর্যন্ত সময় টানা হয়- তাতে তো দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার ইঙ্গিতই পাওয়া যায়। এটা গণতন্ত্রের জন্য শুভ নয়।"
তিনি প্রশ্ন তোলেন, যে গণতন্ত্র আর ভোটাধিকারের জন্য মানুষ প্রাণ দিল, আন্দোলন করল- সেই গণতন্ত্র ফিরিয়ে দিতে বাধা কোথায়? ডিসেম্বর থেকে জুনে ভোট পিছিয়ে দেওয়ার সুবিধাভোগী কারা? অস্থিরতা তৈরির এই প্রয়াস কার স্বার্থে?”
বৈঠকে এসব বিষয় নিয়েই আলোচনা হবে বলে আগেই জানান এই বিএনপি নেতা।
নির্বাচনের সময়সূচি নিয়ে ধোঁয়াশা থাকায় বিএনপির নীতিনির্ধারণী ফোরামে ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। দলটির অভিযোগ, æসংস্কার” ইস্যুকে সামনে এনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোট বিলম্বিত করা হচ্ছে।
বিএনপির অবস্থান স্পষ্ট- যথাযথ রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে। এ দাবিতে তাদের সঙ্গে ঐক্যমত্যে রয়েছে সমমনা বেশ কয়েকটি রাজনৈতিক দল, এমনকি বামধারার দলগুলোরও সমর্থন আছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামি, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও কিছু ইসলামপন্থি দলের দাবি- আগে সংস্কার, পরে নির্বাচন। তবে প্রশ্ন হচ্ছে, সংস্কার ছোট হবে না বড়- এই বিতর্কও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, æপ্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর, অন্য একজন বলছেন জুন, আবার কেউ বলছেন এই সরকার পাঁচ বছর থাকবে। আরেক উপদেষ্টা বলছেন, তারা নির্বাচিত! সরকারের ঘনিষ্ঠ একজন আবার মন্তব্য করেছেন- গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ সৃষ্টি হয়। এই বৈপরীত্য জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।”
তিনি বলেন, æএসব বক্তব্যে মনে হচ্ছে- নির্বাচন নিয়ে সরকারের কোনো ঐক্যমত্য নেই। এতে জনগণের আস্থা ও আগ্রহ দুই-ই কমছে।”
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন।
এর আগে, গত ২৩ মার্চ এই কমিশনে সংস্কার ইস্যুতে লিখিত মতামত জমা দেয় বিএনপি।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন চলতি বছরের ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দল ও জোটকে ১৬৬টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব সংবলিত একটি 'স্প্রেডশিট' পাঠায় মতামত চেয়ে। সেই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই বৃহস্পতিবারের এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্বসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে, আত্মগোপনে অবস্থান করছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানে নয় বরং কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন সাবেক প্রধানমত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
২ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেহেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এসময় নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা আদায়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সংগঠনটি।
৫ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্বসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে, আত্মগোপনে অবস্থান করছেন।
বাংলাদেশ বিমানে নয় বরং কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন সাবেক প্রধানমত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এসময় নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা আদায়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সংগঠনটি।